যোগ
এক সকাল বেলার স্নিগ্ধ ক্ষণে
অনেক ভীরে রেল স্টেশনে
তার চোখে আর আমার চোেখ
হয়েছিলো এক অন্তঃদৃষ্টির যোগ ।
সে হঠাৎ করেই আড়াল হলে-
খুঁজিয়ে তাঁরে দিশে হারিয়ে-
অবশেষে ক্লান্ত মনে ফিরে,
গাড়িতে উঠে গিয়ে ছিটে বসে পড়ে,
আমার আকাংখার হারিয়ে গেল ঝোঁক।
পরে......................................
উদাসে, সামনে ফিরে চোখে তাকাতেই
এক পলকে দিশেহারাতেই
আশ্চর্য হই, বসে এ সেই মানবী লোক।
এরপর....................................
একটু করে শুরু করি কথা-
খুঁজি, কি আছে তার মনে গাঁথা?
ধীরে ধীরে কথার ফুলঝরিয়ে, মন মাতিয়ে
তার স্বপ্ন ভালোবাসা দেখি হাতিয়ে
আবেগের শিহরনে ভরিয়ে তুলি
তার বন্ধ হৃদয়ের দরজা খুলি
গড়ে তুলি মনে একটু অনুযোগ।
তারপর..................................
মুঠো ফোনে হয় দিন রাত কথা
ঘুরি তাঁরে নিয়ে যেথা-সেথা
আমার জন্য, আঁকে মনে তার নকশি কাঁথা
একটু আড়াল হলেই, শুরুহয় তার বুকে ব্যথা।
অবশেষে..................................
গোধূলির এক আঁধার লগ্নে
বাসন্তী শাড়ীর সাঁজ-বসনে
তার সাথে হয়েছিলো আমার যোগ
তার সুধা পানে সরস হয়েছি
মধু আহরণে মৌমিত হয়েছি
তার যৌবনের করেছি রাজভোগ।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১২