দৃশ্যপট:-(১১)
সব চেয়ে সুন্দর কথাটিকে মানুষ সব থেকে বেশি ভয় পায়
l যত সহজ করেই "আই লাভ ইউ কথাটা বলা হোক না কেন
পরিস্থিতি সব সময় জটিল হয়ে উঠে !
~
এই একটা কথা বলার জন্য না জানি কত রোমীওরা
পাড়াতো ভাইদের হাতে ঠেঙানি খেয়েছে l না জানি
কত ছেলের ঘরে ঢোকা বন্ধ হয়ে গেছে প্রেমিকার
বাবার নালিশ শুনে l
~
আবার এমনও হয়েছে এই একটা কথা বলতে না পেরে কত
মানুষ বুক ভরা ব্যথা নিয়ে কত রাত ধরে জেগে আছে !
~
অথচ প্রত্যেকটা মানুষের অধিকার আছে প্রত্যেকটা
মানুষকে ভালবাসার l যেকোন রিক্সাওয়ালা তার
সুন্দরী প্যাসেঞ্জারকে ভাড়া নিতে নিতে বলতে পারে
আপা লাভ ইউ l মেয়েটার উচিত স্যান্ডেলের দিকে না
তাকিয়ে বলা ও রিয়েলী মাই প্লেজার ডিয়ার l এই লাভ
ইউ মানে তো কাওকে খেয়ে ফেলা না !
~
সমস্যাটা আমাদের l আমরা এই এক "আই লাভ ইউ দিয়ে সব
কিছুকে বুঝাই l "আই লাভ ইউ বললেই আমাদের মনে হয়
কেউ বুঝি আমাদের জড়িয়ে ধরেছে l এক্ষনি ফার্মেসি
থেকে কিছু একটা কিনে বলবে চল ডেটিংয়ে যাই ! না
ব্যাপারটা এমন না "আই লাভ ইউ" দুই টাকার নোট না যে
চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে l
~
সব কিছুতে ভ্যাজাল মেশানো আমাদের অভ্যাস হয়ে
গেছে l অলিতে ভ্যাজাল, গলিতে ভ্যাজাল, পানিতে
ভ্যাজাল l আর সব চেয়ে ভয়ঙ্কর ভ্যাজাল মানুষের
কথাতে ! ঘুষ খাওয়াকে এখন হাদিয়া বলা হয়,
মেয়েদেরকে মাল বলা হয়, এমনকি মাদকের নাম হয়
বাবা ! ফেনসিডিল নাকি মধু, পিস্তল নাকি বই !
~
একটা সময় মা মসজিদ মন্দির কোন শব্দের প্রতিই
মানুষের শ্রদ্ধা পাওয়া যাবেনা l অথচ একটা সুন্দর শব্দ
একটা মনে হাজারটা অনুভূতি এনে দিতে পারে l
প্রাথনায়রত বান্দার প্রতিটা শব্দ সৃষ্টিকর্তাকে কতটুকু
বিমোহিত করে তা শুধু তিনিই জানেন
ছবি'-ইন্টারনেট থেকে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৯