এভাবে অনলাইনে কিছু লেখার কথা কখনো ভাবিনি। অন্তত বাংলায়।
কি বোর্ড চেপে চেপে লেখার চেয়ে কাগজে কলম চালাতেই আমি স্বাচ্ছন্দবোধ করি বেশি। সেই কলমও অনেকদিন তুলে রেখেছিলাম। হঠাৎ হঠাৎ করে কিছু লিখতাম, অবসর পেলে নিজেই পড়তাম আর অল্প কয়েকজনকে পড়তে দিতাম। ভোরের কাগজে কাটানো আমার শেষ কটা বছর অবশ্য কি বোর্ড চেপেই লিখেছি, তবে তখন েকেই লেখা কমিয়ে দিয়েছিলাম অনেক। কারণ, লিখতে পারতাম না। যা লিখতে চাই, সেগুলো ছাপানোর মতো জায়গা ছিলনা। অবসর ম্যাগাজিনটা আসলেও দুর্ধর্ষ একখানা জিনিস ছিল। যাই লিখতাম, সেটাই ছাপানোর মতো একটা বিভাগ বেরিয়ে যেতো। অমন একটা সাপ্লিমেন্টের বড্ডো অভাব বোধ করি সবসময়...
কেন যেন মানুষ এখন কাগজ কলমকে অনেকটাই দুরে ঠেলে দিয়েছে। বেছে নিয়েছে কি োর্ড। কাগজের বইয়ের জায়গাও ক্রমান্বয়ে দখণে চলে যাচ্ছে ই-বইয়ের..... কাগজ... দাম বেশি? নাকি জায়গার অপচয়? অথবা বিরক্তিকর, কোনটা? নাকি আরো কোনো কারণ?
পরিচিত মানুয়েরা ব্লগে লিখতেন, লেখেন... মাঝে মাঝে লিঙ্ক পেলে পড়ি, ভালো লাগে। কিন্তু ব্লগে জানাতে পারিনা। মন্তব্য-প্রতিমন্তব্য করতে চাই। তাই মূলত তাদের জন্যই সদস্য হওয়া। আর সুযোগমতো নিজের কিছু কথা জানানো। এইতো...
তাহলে চলো বন্ধু, শুরু করা যাক, এখন ধেকেই হোক শুরু.... বহুদূর যেতে হবে.... এখানো পথের অনেক রয়েছে বাকি...
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০০