জামাতরে আমরা যে একটা যুদ্ধাপরাধী দল বলি এবং এর শীর্ষ নেতারা সব যে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত, সেটা কোন ভিত্তিতে?
এর একটা বড় কারণ আমাদের বুদ্ধিজীবি হত্যা।
এই দায়টা প্রমাণিতভাবেই আল-বদরের কাধে পড়ে। আর কে না জানে এই আল-বদর গঠিত হইছিলো ইসলামী ছাত্র সংঘের সদস্যদের নিয়া। ১৯৭১ সালে ছাত্রসংঘের পাকিস্তান সভাপতি মতিউর রহমান নিজামী, পূর্ব পাকিস্তান সভাপতি আলী আহসান মুজাহিদ, হাই কমান্ডের মীর কাশেম আলী, কামারুজ্জামান- এরাইতো এখন জামাতের নেতৃত্বে। এদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আসাটা কোন অর্থে রাজনৈতিক উদ্দেশ্যমূলক? নাকি বলতে চান আল-বদর যে ইসলামী ছাত্র সংঘই গঠন করছিলো তার প্রমাণ দিতে হবে আগে! সেটা তো আছেই ভুরিভুরি। নাকি বাঙালী প্রমাণে চলবে না, খাটি পাকিস্তানী প্রমাণ লাগবে?
ফিরে যাব ১৯৭১? নাকি ২০১৩ তে বসেই চিনে নিব জামাত যে যুদ্ধাপরাধী দল?
লিঙ্কঃ Click This Link
জামাতের কথা এবার wiki -তেই দেখে আসি, ১৯৭১ সালে জামাতের অবস্থান এখানেই ক্লিয়ার করে দিয়েছে, অক্কে আরও প্রমাণ দরকার? কেন জামাত-ই-ইসলামকে যুদ্ধাপরাধী দল বলব?
লিঙ্কঃ http://en.wikipedia.org/wiki/Jamaat-e-Islami
ইসলামি জামায়াত-ই-তালাবা এর ফেইসবুক পেজ এ না গেলে বুঝা যাবেনা জামাত এর অবস্থান কোথায়!
লিঙ্কঃ https://www.facebook.com/jamiat.org.pk
গোলাম আর নিজামিকে নিয়ে এবার কিছু বলার দরকারঃ
লিঙ্কঃ Click This Link
লিঙ্কঃ Click This Link
দালাল সব শালারা তো জাত ভাইদের কথাই বলবে-
জামাতী আর তাগো সমমনারা আজকে মুখে মুখে স্বাধীন বাংলাদেশের প্রতি আনুগত্য দেখায় আদর্শিক না, কৌশলগত কারনে। এখনো তাদের আসল চেহারা দেখানোর সময় হয় নাই, কেবল আছে সময়ের অপেক্ষায়। মৌলবাদী চিন্তা চেতনা আরো ভালভাবে প্রচার করতে পারলেই আর ভোট ব্যাংকের চিন্তাও লাগবো না। পাবলিকেই বৃহত্তর ইসলামী ব্রাদারহুডের মাজেজায় বিভোর হইব।
লিঙ্কঃ http://jamaat.org/beta/site/page/3
খালি জাইনেনঅমি পিয়াল কইছে, শিবিরের হেডকোয়ার্টার তখনও লাহোর, এখনও লাহোর। বিশ্বাস রাইখেন।
অবশ্যই আমরা সভ্য। সভ্য বলেই বিচারের অপেক্ষা করছি।কীটের অধম যুদ্ধাপরাধীরা মানবাধিকারের প্রশ্নে দরকষাকষি করার যুযোগ পাচ্ছে।
আমি আশাবাদী মানুষ। বিশ্বাস আছে যে বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।তবে সেই সাথে এও সত্য সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত।
ছাগু, ছুপা-ছাগুদের বংশবৃদ্ধি হইতেছে ইঁদুরের মতন, মাঝে মাঝে হতাশ হইয়া যাই। বিশাল বিশাল জ্ঞানী ছাগু একেকটা, বিশ্ববিদ্যালয় কাঁপাইনা ছাগু সব। আপনের ফাইট দেওয়া দেইখা সাহস পাই, তবে কেন জানি মনে হয় দেশটা কয়েক বছরের মধ্যে ছাগুময় হইবে। হয়তো আমার এ আশঙ্কা মিথ্যা, হয়তো এটা শুধুই আতংক।
আতঙ্কের কারণ আছে। তবে তাদের স্বরূপ জানলে জন্মনিয়ন্ত্রণ সম্ভব।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:১০