আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে আমাদের জাতীয় সঙ্গীতের আগে ভারতীয় জাতীয় সঙ্গীত বাজানোয় অনেকেই সংখুদ্ধ হয়ে স্ট্যাটাস দিয়েছেন। বলেছেন এটা বাংলাদেশ কর্তৃক ভারতের পা চাটা স্বভাব।
তাদেরকে বলি উত্তেজিত হওয়ার কিছু নেই।
The National Anthem Rules, 1978 (Amended up to July, 2005) অনুযায়ী এটাই রীতি।
এই রুলের Schedule-I এর ১৬ নং অনুচ্ছেদে এই ব্যাপারে বলা আছে
১৬। At a function held by the President or by the Prime Minister in honor of a foreign Prime Minister -- First two lines of the National Anthem preceded by drum roll to be played on arrival and departure of the foreign Prime Minister. (The National Anthem of the foreign country concerned to be played first followed by the National Anthem of Bangladesh.)
চাইলে নিচের লিঙ্ক থেকে ডকুমেন্টটি ডাউনলোড করে দেখতে পারেন-
Click This Link
কেউ কেউ এই রুলকে চাটুকারিতা হিসেবে দেখছেন।
তবে আমার মনে হয় সৌজন্যতা প্রকাশের জন্যই হয়তোবা এই রুল।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৬