হিমু এবং স্বরাষ্ট্রমন্ত্রীত্ব ( প্রথম পর্ব) ১৮+
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এই গল্পটা হিমুর ছায়া অবলম্বনে লিখবো বলে ভেবেছিলাম, কিন্তু লিখার পর দেখলাম কোনোভাবেই হিমু ছাড়া এটা কম্পলিট করা সম্ভব না। তাই হিমুর নামেই লিখলাম। জনাব হুমায়ুন আহমেদ স্যার , আমি আপনার অনেক বেশী বড় ভক্ত, আমি হিমুকে বিকৃত করার জন্য নয় , বরং ভাল্লবেসি লিখেছি। দয়া করে এই গল্প না পড়লেও, কেউ বললে বা স্বপ্নে দেখলেও ক্ষমা করে দিবেন।
১)
প্রচন্ড চটকানার চোটে হিমু উলটে পরলো। সারা ঘরে সেই চটকানার শব্দ প্রতিফলিত হতে থাকলো।
- তুই কি বলেছিস স্বতীকে ?
- বলেছি যে ওর চোখ একদম প্রভার মতো। কেনো?
- মেয়েটা সারারাত ফুপিয়ে ফুপিয়ে কেদেছে!
- কেনো? খুশীতে?
- আরেকটা চটকানা খাবি হারামজাদা! জানিস না, প্রভার স্ক্যান্ডালের খবর শুনিস নাই? সারা বাংলাদেশে সবার মোবাইলে ছড়িয়ে পরেছে!
- নাতো? তোমার মোবাইলে আছে খালা? প্রিন্ট ভালো না হলে কিন্তু আমি দেখবোনা !
- লাথি মেরে তোর নারি-ভুরি বের করে ফেলবো হারামজাদা! তোর সাহস বেশী হয়ে গেছে? ২দিন হলো হাজতের ডলা খেয়ে এলি, আবার তোর তেল বেড়ে গেছে?
- খালা, তুমি বুঝোনাই। তেল বাড়েনাই, তেল ওরা টিপে টিপে বের করেছে। শরীরের বাড়তি তেল বের হয়ে গেছে বলেই তো এতো ফাল পারছি! মৌসুমি যে সিঙ্গাপুরে গেলো চর্বি ফালাতে, কেনো? তেল ফালাতে! তবে, যতোটুকু জানি ওদেরটা কেটে বের করে, টিপে না!
- তোর কাছে আসাটাই ভুল হয়েছে! খবরদার আর যদি কখনো স্বতীকে খারাপ কিছু বলিস! মেয়েটা তোকে ভালোবাসে বলে যা মুখে আসবে বলবি নাকি!
- মুখে আসে বলেই তো বলি, মলদ্বারে আসেনা বলেই তো মলদ্বার দিয়ে বলিনা।
খালা চলে গেলেন। হিমু গালে হাত দিয়ে শুয়ে পরলো। গালটা এখনো গরম হয়ে আছে, ভাবছে একটা ডিম সিদ্ধ করে নিবে কিনা!
স্বতী হিমুর খালা’র চাচাতো বোনের মেয়ে। সামারে ঘুরতে এসেছে, থাকে কানাডায়। বেশী ঠান্ডার দেশে থাকার এই এক সমস্যা! গরম পেলেই কাপড়-চোপর খুলে ফেলে! যেনো গরম ১টা উসিলা মাত্র!
২)
অবাস্তব জিনিস-পত্র বরাবরের মতোই মানব সম্প্রদায়ের আরাধ্যবস্তু! এই যেমন –
“ মেঘের উপর আকাশ উড়ে,
নদীর ওপারে পাখির বাসা,
মনে বন্ধু বড় আশা।
যাও পাখি যারে উরে, তারে কয়ো আমার হয়ে,
চোখ জ্বলে যায় দেখবোতারে……………”
মেঘের উপর আকাশ কিভাবে উড়ে? না বুঝেই এইটা হলো হিট গান। একই অবস্থা স্বরাষ্ট্রমন্ত্রীর। উনি গত সপ্তাহে ডিসিশান নিয়েছেন উনি এখন থেকে মানুষের উপকারে মন দিবেন, তাই তিনি সারা দেশে চিরুনি অভিযান শুরু করেছেন। তবে উনার চিরুনীতে শুধু দাড়িওয়ালা মানুষ ছাড়া কেউ আটকায়না। হতে পারে উনার দাড়ি উঠেনা বলে উনার বিশেষ ক্ষোভ! এ অভিজানে হিমু ধরা পরেছে, হিমু ভাবছে জামিন পেলে এফডিসি থেকে তার পরিচিত মইত্যাকে এনে মন্ত্রী মহোদয়ার মুখে গোফ-দাড়ি লাগিয়ে দিবে।
হাজতের ভেতর হিমু সাথে আরো ১১জন আছে।
- তোরে আনছে কি মনে কইরা? দেখলেই তো বুঝন যায় তুই ১টা ভাদাইম্যা!
- জ্বি, আজ্ঞে ঠিক বলেছেন।
- তোর নাম কি?
- হিমু। ভালো নাম হিমালয়, কেউ কেউ হিমালয়ের ঠান্ডা বাতাসের সাথে মিল রেখে হাওয়া ডাকে। অধিক রসিক ব্যাক্তিরা “হাউয়া” বলেও ডাকে।
- এতো কথা জিগাইসি? পেটে পাকিস্তানী ডলা পরলে, তখন বুঝবা কথা কোন্দে বাইর হয়।
সেকেন্ড অফিসার এসে হিমুকে ওসির কাছে নিয়ে গেলো।
- হিমু, তুমি শিবির করতে গেলে কেনো? জানো না, ছাত্রলীগ ছাড়া অন্য দল নিষিদ্ধ?
- ওসি সাহেব, মহাপুরুষদের মাগনা খাওয়া মানা। ছাত্রলীগ করলে মাগনা খেতে হবে, না খেলে মাইর খেতে হবে যে কেনো খাইলাম না। ভাবলাম, তাবত দুনিয়ার সব মহাপুরুষই মাইর খেয়েছে। আমি কোন ছার? আর ছাইদী সাহেব বেহেস্তের টিকেট দিচ্ছেন, ভাবলাম একটা টিকেট বুকিং দিয়ে রাখলে খারাপ হয়না!
- ইউ আর মেকিং ওয়াটার ঘোলা। আই ডোন্ট লাইক ঘোলা পানি। তুমি কি আসলেই শিবিরের সাথে যুক্ত?
- না
- গুড! এইসব করবেনা। এখন সময় বড় খারাপ। চাকরী যায় যায় অবস্থা! সেই কোন আমলে ধানের শীষে ভোট দিয়ছি, ডিজিটাল পদ্ধতিতে নাকি ২০ বছর আগের আলোক শক্তিকে কোন বালের শক্তিতে কনভার্ট করে সেই খবর পেয়েছে।চাকরী আমার যায় যায় অবস্থা!
- চাকরী যাবেনা। একটা ফোন করবো , করা যাবে?
- অবশ্যই।
হিমু খালাকে ফোন দিলো।
- খালা? কাহিনী খারাপ।
- কি হইলো? তুই কি স্বতির গায়ে হাত দিয়েছিস নাকি? দেখ হিমু, আমি কিন্তু সহ্য করবোনা!
- খালা, স্বতীর পেটে নাকি আমার বাচ্চা। ও তো বাচ্চা এবর্শান করাতে গেছে, একমাত্র আমি গেলেই নাকি ও এবর্শান করাবেনা!
- কি বলছিশ এইসব! তুই ওর এত্তো বড় ক্ষতি করলি ! তুই এত্তো খারাপ! তুই এখন কই?
- খালা আমি হাজতে, আমাকে বের করো, নাহলে স্বতির হবে অনেক বড় ক্ষতি!
৩)
স্বতী আর হিমু এখন তেজগাও থানার পাশেই “রেডবাটন” বারে। স্বতী লাল পানি দিয়ে গলা ভিজাচ্ছে নাকি কাপর বুঝা গেলোনা।
কিছুক্ষন পরে বারের মালিককে দেখা গেলো। সে টাল হয়ে কিচ্ছু উন্নত বক্ষা নারীর সাথে রসিকতা করছে। হিমু এগিয়ে গেলো।
- ভালো আছেন?
- হু আর ইউ ?
- হিমু, ডাকনাম হিমালয়। অনেকে আদর করে হাউয়া ডাকে।
- আমি কি ডাকবো? হাউয়ার নাতি?
- ডাকতে পারেন? আপনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রির ভাস্তে। আপনি বরং আমাকে হাউয়া*দা ডাকেন! যার যত ক্ষমতা, তার ততো বেশী মুখ খারাপ!
- খবর তো ভালোই রাখিস, তো কি করবি জেনে? পেপারে জানাবি? ব্লগে লিখবি? তোর মতো হাজার হাজার হাউয়ার পো দের আমি ডেইলী *ন্দাই, এখুন সামনে থেকে ভাগ।
- জ্বি, আজ্ঞে যথার্থ বলেছেন। তবে আপনাকে ১টু বাইরে আসা লাগে যে, আঙ্গুল কাটা জগলু ওয়েট করছে আপনার জন্য।
মুহুর্তের মধ্যে তার চেহারা ফ্যাকাশে হয়ে পরলো। দাত কিরমিরের শব্দ একন এর “ আই ওয়ানা *ক ইউ” গানের শব্দ ছেপে কানে আসতে লাগলো। হিমু তার জন্য অপেক্ষা করতে লাগলো।
মেয়ে মানুষ সাথে, আর ঝামেলা হবেনা, ইম্পসিবল! একটু পরেই ধুপ করে ১টা শব্দ হলো, এবং হিমু দেখতে পেলো স্বতী টাল হয়ে পরে আছে।
৪)
প্রভুভক্তি তথা চাকরামী করার জন্য হিমুর বাবা কিছু উপদেশ দিয়ে গিয়েছেন। বানানো নয়, সত্যি! এই লেখার নাম তিনি দিয়ে গিয়েছেন “ হিজ মাস্টার্স ভয়েস”। তিনি লিখেছেন –
“ সব মহাপুরুষদের কিছুদিন কুকুর জীবন পালন করা বাধ্যতামুলক। সে একজন প্রভুর অধীনে থাকবে, প্রভুর কথাই হবে তার কথা। প্রভুর ভাবনাই হবে তার ভাবনা। প্রভু মিত্থ্যা বললে, মিথ্যাকেই সত্য মেনে নিতে হবে।
কুকুর ট্রেনিং এর উপকার যা হবে তা নিম্নরুপ –
ক) জীবনে বিনয় আসবে।
খ) আনুগত্য কি তা শেখা যাবে।
গ) মানুষকে সেবা করার প্রথম পাঠের শুরু।
কুকুর ট্রেনিং তোমাকে সেবা নামে আরেকটি গুনের সংস্পর্শে আনবে।“
বাবার আদেশ বরই কঠিন বলেই জানতাম, তবে আমি মুগ্ধ! ছাত্রলীগ বর্তমানে বাবা’র প্রতিটি কথাই অক্ষরে অক্ষরে মেনে চলছে! তারা জীবনবাজী রেখে কুকুর ট্রেনিং নিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আনুগত্যের সাথে মেনে নিচ্ছে, চাই সে সত্যি হোক কি মিত্থ্যা! দেশটা মহাপুরুষে ভরে যাচ্ছে, ভেবেই হিমুর চোখে পানি এসে গেলো!
- হ্যালো, হিমু ভাই?
- ভালো আছো বকর?
- জ্বি। ভাই, আমার রেজাল্ট দিয়েছে, ভালোই হয়েছে। সবার আগের মিষ্টি আপনাকে খাওয়াবো।
- অবশ্যই! আমাকে না খাওয়ালে খাওয়াবা কাকে?
পরদিন সকালে মিষ্টি খেতে গিয়ে হিমু জানাজা’র নামাজ পড়ে আসলো। শুধু শুনলো, টিভিতে কেউ বলছে – “এটা কোনো ব্যাপার না, এমন ঘটতেই পারে।“
২২টি মন্তব্য ১৮টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন