৩ বছর আগে আজকের দিনে সামু নামক ব্লগে একখানা একাউন্ট খুলছিলাম লিখালিখির আশায়....... যাহা যথারীতি দুরাশা ছাড়া তেমন কিছুই হয় নাই
যাই হোক সামুর সাথে আমার পরিচয় অনেক আগে থিকাই .....একটা ইমেইলে আরিফ জেবতিকের "সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. " "সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. " তখন ও আমি অভ্রু এর কথা জানি নাহ......তবে অই পোস্ট দেইখা বিভিন্ন দাতাদের কাছে মেইল ঠিকঠাক মতই দিছিলাম মনে পড়ে।
পরে একটা লং ব্রেক কারন বাসায় ইন্টারনেট লাইন ছিল নাহ। যাই হোক একাউন্ট খোলার কারন ছিল অনেক তবে একটা উল্লেখ না করলেই নাহ সেইটা হল NSU এর Student Protest......তখন NSU নিয়া ব্লগে লিখত খুব কম লোক। এক আপু ছিল "ঊশৃংখল ঝড়কন্যা " উনি একাই ফাইট চালাইতেছিল সো ভাবছিলাম পাশে দড়াই। যদিও সামুর বিখ্যাত ৭ দিনের ভ্যাজাল সারতে সারতে সব মিটা গেছিল
নাহ সামুতে আমার তেমন কোনই কন্ট্রিবিউশন নাই .....৩ বছর পরে আজকে আমার টোটাল পোস্ট সবে ৭৯ so কথা সত্য ...... এই গুলাও তেমন কিছুই নাহ হাবি জাবি সব ফালতু পোস্ট ...।
বাট সামু থিকা পাইছি অনেক কি পাইছি এত মহাকাব্য লিখতে পরবো নাহ
কিছু ইউনিক আইটেম ও চিনছি যেমন : ছাগু,ছুপা ছাগু,লুল,ডেসটিনি,পিটিসি আরও কত কি
আর মানুষ পাইছি অনেক- রাজ মো, আশরাফুল হক বারামদী, হামা ভাই , পুত্তুম পিলাস রাজহাস,রাতমজুর , দূর্যোধন , উদাসি স্বপ্ন,বড়বিলাই,শয়তান,শায়মা, কালিদাস,দূরদ্বীপবাসিনী, ফিউশন ফাইভ ...... আরও যে কত আছে তার কোন হিসাব নাই
যাই হোক এখন সামুতে তেমন বইসা থাকি নাহ..আর সামু চেন্জ ও হইছে অনেক.... (কপি পেষ্ট বাড়ছে এইটা কমানো দরকার) .. .. সামু তার ভালো গুন গুলাকে সাথে নিয়া আগায়ে যাবে এই ভরসা রাখি।