হঠাৎ করেই কেন যেন মিথলজি নিয়ে লিখতে ইচ্ছে হল...তাই প্রথমেই আফ্রদিতির নামটাই মাথায় চলে আসলো। যাই হোক, আইবার আসল কথায় আসি...
গ্রিক পুরাণ মতে, Aphrodite (গ্রীকদের প্রেমের অধিষ্ঠাত্রী দেবী) হল ভালবাসা, সৌন্দর্য এবং যৌন পরমানন্দ এর দেবী। গ্রিক পুরাণ অনুযায়ী, Uranus এর পুত্র Cronus যখন নিজে সৃষ্টি হয় তখন সে সেই ক্ষতবিক্ষত জননেন্দ্রিয় সমুদ্রে নিক্ষেপ করে...এর ফলেই সেখানে সাগরের যে ফেনা সৃষ্টি হয় সেই ফেনা অর্থাৎ Aphros থেকে Aphrodite এর জন্ম হয়।
আফ্রদিতির জন্মের পরে জিউস ভীত ছিল এই ভেবে যে, আফ্রোদিতি তার বিপক্ষে যেতে পারে, তাই জিউস (আকাশের দেবতা এবং সকল দেবদেবীদের রাজা) তাকে তাড়াতাড়ি মাইনর গড বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দেবতা Hephaestus এর সাথে বিয়ে দিয়ে দেন। কিন্তু আফ্রদিতি এক পুরুষ এ সন্তুষ্ট থাকার মতো দেবী ছিলেন না, তাই তিনি বিভিন্ন জনকে তার ভালবাসার জালে আটকেছিলেন, তাদের মধ্যে অন্যতম হল, জিউস এবং হেরার সন্তান অ্যারিস।
আফ্রদিতির পুজা করার জন্য যে উৎসব পালিত হয় সেখানে কিছু মহিলা যৌন সংসর্গ করে এবং তারা Prostitute হিশেবে গণ্য না হয়ে পূজারী হিসেবে পরিচিত। এই উৎসব পালিত হয় গ্রীস এর এথেন্স ও করিন্থ এ।
তার প্রতীকী প্রাণী হল শুশুক এবং ঘুঘু, প্রতীকী বৃক্ষ ডালিম গাছ ও লেবু গাছ। গ্রীক মাইথলজি তে আফ্রদিতি নামে এই দেবী পরিচিত থাকলেও, রোমানদের কাছে আফ্রদিতি ভেনাস নামে পরিচিত এবং প্রেম ও সুন্দরের দেবী হিসেবে পরিচিত। তার ভালবাসার দুত হচ্ছে কিউপিড।