ছড়া যে, আমায় গেল ছাড়ি আমি গেলাম তাকে
আমরা দু'জন কেউ জানিনা কে যে, কোথায় থাকে।
একটা সময় ছিল দু'জন দারুণ মাখামাখির
আসতো ছড়া ঝড় বাদলের, ঋতু, ফুল ও পাখির।
ছড়ার জন্য রাত জাগা আর অপিষ কাজের ভুল
করে হিসেব আবোল তাবোল ছিড়ি মাথার চুল।
রাজনীতির এই মাঠটা গরম ছড়ায় তার প্রভাব
উচিত কথা হাসি ঠাট্টায়, বলা ছড়ার স্বভাব।
প্রেমের ছড়া মিষ্টি যেমন বিচ্ছেদেও তার ছন্দ
সে চলে তার মর্জি মতো মেখে দ্বিধা দ্বন্দ।
হঠাৎ তবে কী'যে হলো ব্যাস্ত চলার ভাজে
সেইযে কবে গেলো ছড়া আরতো আসেনা'যে।
তোমায় ছড়া মিস করি আর কিস করি তোর বুকে
আসলে ছড়া জড়িয়ে ধরি সাধ্য'বা কার রোখে!
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬