পেঁয়াজ
=-=-=-=
একটা পেঁয়াজ পাতার ভেতর পাতায় মোড়া
সর্বাঙ্গে ঝাজ তার আগাগোড়া
তাকে ছাড়া হয়কি রান্না! পায়যে কান্না খোলস ছড়ালে
রাজনীতি জড়ালে
সেই পেঁয়াজটার দাম বাড়ে আর কমে মান
দারুণ অভিমান
আমি খাইনা আপনিও ছাড়ুন প্রধানমন্ত্রী গায়
শোন পেঁয়াজ ভাই
কালও ছিলে আজও তোমাকে চাই
থেকো তুমি যেমন ছিলে
চালে ডালে নুনে মিলে
রাজনীতিতে মন দিওনা আর থেকোনা আটকে ওপারে
কার বা বলো সাধ্য আছে তরকারীতে তোমাকে ছাড়ে।
............................................
ভাবিয়া বাড়াইয়ো দাম
=-=-=-=-=-=-=-=-=
পেঁয়াজের নাহয় দাম বেড়েছে
আড়তদারের গুণে
তোমার কেন দাম বেড়েছে
ধন্য হতাম শুনে।
ফোন দিলে রিসিভ হয়না
এংগেজ টোন মাতায়
নামটা তবে বাদ পড়েছে?
তোমার প্রেমের খাতায়!!
দিনতো আর সমান যায়না
পেঁয়াজের দামও কমবে
যেদিন আমি মুখ ফেরাবো
সিদিন ঠিকই দমবে।
ভাববে মিছে দাম বেড়েছে
খাচ্ছেনা আর কেউ
বুঝবে সেদিন উজান বাইবে
প্রেম যমুনার ঢেউ।
.................................................
হাতিকান্ড!
=-=-=-=-=
একটা হাতি ঢুকল আমার কানে
বলল গানেগানে
রাজনীতির আর লিখবি নাকি ছড়া
দেশে এখন আইন কানুন কড়া।
আমার কি'যে দশা
কানের ভিতর আস্ত হাতি বসা
শুঁড়টাকে করছে নড়াচড়া
মগজটাতে খাচ্ছে ভীষণ ঘসা।
কথা দিলাম লিখবনা আর কিছু
তবেই হাতি ছাড়ল আমার পিছু
পেঁয়াজ, লবণ ওসব ছেড়ে আমি
লিখি এখন আম, কাঁঠাল, লিচু।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫