আমার সব পাপ মুছে দাও প্রভূ
তুলে নাও ক্রোধ, কাম, দ্বেষ-বিদ্বেষ আর
অন্ন, বস্ত্র, অশিক্ষা, বাসস্থান।
ছেড়ে দাও বনে-বাঁদাড়ে, জঙ্গলে
শ্রবণ শক্তি দাও প্রভূ আর বুঝার ভাষা
গাছেদের সাথে, পাতাদের সাথে
পশু এবং পাখীদের সাথে সখ্যতা করে দাও প্রভূ।
ঘুম তুলে নাও প্রভূ, তুলে নাও ক্ষুধা
দেখতে চাই দিনের আলো আর মাখতে চাই জোৎস্না।
ক্লান্তি দিও প্রভূ ভ্রান্তি নয়, ইহকাল দিও প্রভূ পরকাল নয়
স্বর্গ, নরকে আমার বিশেষ আগ্রহ নেই প্রভূ
বিনিময়ে তুমি একটা কিছু দিতে পারো কিংবা কোনটাই নয়।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৪