অংক আমার ভাল লাগে তুলে রাখি তায়
ভাল জিনিস কম ভাল বেশী হতে নাই।
জামা জুতো ভাল হলে রেখেঢেকে পরিযে
মিরু'কে যে ভাল লাগে দেখে দেখে মরিযে।
কমকম দেখি তায় আড় চোখে লজ্জায়
মিরু ধীরে মিশে যায় অস্থ্যি আর মজ্জায়।
ফলাফল যা হবার অবশেষে হল তায়
পরীক্ষার খাতাতে শূণ্যতায় ভরে যায়।
কমকম মার্কস পেলে ভাল ছেলে হয়না
ভাল ছেলে অজুহাতে শুয়েবসে রয়না।
কম ভাল কোনটাতে বেশী ভাল কোনটায়
টিচারের উপদেশ মনযোগে শুন তায়।
ভাল ছেলে হবে যদি চাই ভাল চিন্তায়
গুণে দেখ ভাল কাজ হল কতো দিনটায়।
সময়জ্ঞান ঠিক রাখো আদব আর কায়দা
তবেইতো জীবনের, সুফল আর ফায়দা।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২০