কচিকচি হাত দুটো থালাবাসন ধুই
ছয় থেকে চার গেলে থাকে আর দুই
মনে মনে হিসেব করে কাজের ফাঁকে ফাঁকে
কবে সে স্কুলে যাবে জিজ্ঞেস করে মাকে।
ঘরে নেই চাল নুন পড়া লেখা থাক
তারচে বরং বিল থেকে তুলে আন শাক
দান খয়রাত মুঠি চাল যদি কিছু জোটে
ম জননী সে আশাতে বাড়িবাড়ি ছুটে।
বিস্ময় ভরা চোখ দুটো তাকায় চারপাশ
পৃথিবীটা নয়তো সবার সুখের বসবাস
দুঃখে যাদের জীবন গড়া স্বপ্ন দেখতে নেই
সান্তনা পেলে মুচকি হাসে সুদিন আসবেই।
-
বি.দ্র. ছড়াটা আমাকে লিখতে হলো কারন আমি ছবিটা শেয়ার করতে চাইছিলাম। ছোট একটা কথা আর একটা মাত্র ছবি পোষ্ট করলে কেমন যেন ফেইসবুকিয় ব্যাপার হয়ে যায়। তাই আমি ছড়াটা লিখলাম। ছবির শিশুটার 'মা' উমামার আম্মুকে কাজে সাহায্য করে মাঝে মাঝে এসে। ওনার খুুব শখ মেয়েটাকে পড়ালেখা করাবে কিন্তু সামর্থতো নেই। উমামার আম্মুকে তায় রিকোয়েষ্ট করেছে যদি পারে তাহলে যেন একটু পড়ালেখা করায়। তায় শিশুটির স্কুল এখন উমামার আম্মু। মা যখন কাজ করতে আসবে মেয়েকে নিয়ে আসবে। পড়ালেখা করবে।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪০