নিজের কাছেই ফিরে এসে করে যেমন প্রহার
তেমনি টেনে ধরে ছেড়ে দেব তোকে
দেখি এবার আসো নাকি আমার এ বুকে।
প্লাষ্টিক গলে যায় লাগে যখন আগুন
মনটা দোলে যায় আসে যখন ফাগুন
তেমনি উষ্ণতায় ছুয়ে দেব তোকে
দেখে নেব কে এবার নিজেকে রুখে।
আলু যেমন সিদ্ধ করে বানাতে হয় ভর্তা
চিতলের কাটা তুলে বানায় যেমন কোপতা
তেমনি দুমড়ে মুচড়ে লেপে তোষকে
আমার মতো রাখবে বল কে আর তোকে।
তাই আমি ধরে তোকে ছেড়ে দেব আবার
আমাকে হারিয়ে তুই কেবলই আঁধার
মায়াবি টান এক টেনে যাবে তোকে
লোহা যেমন ছুটে আসে চুম্বকের ডাকে।