পালিয়ে যাব ভেবেই সেদিন, পায়রাগুলো উড়িয়ে দিলাম।
পুড়িয়ে দিলাম রোজ বাজারের ফর্দগুলো, হিসেব নিকেশ,
খেরোখাতার সকল হিসেব, ছড়িয়ে দিলাম উনুন জুড়ে।
উড়িয়ে দিলাম নাটাই কেটে লাল ঘুড়িটা।
যেই বুড়িটা কাঁদত বুকে ভীষণ ভয়ে, 'কি হবে কি'!
তার মাথাটাও গুঁড়িয়ে দিলাম, খুব সহজে।
তোমার হাতের সেই চুড়িটাও ভেঙ্গে দিলাম এক লহমে।
অহম সকল ভাসিয়ে দিলাম বেঁচে থাকার ভুল জীবনে।
পালিয়ে যাব ভেবেই সেদিন, ভয়গুলো সব তাড়িয়ে দিলাম
বাড়িয়ে দিলাম সেই থলেটা, জমছিল যা এক দু আনায়।
হারিয়ে দিলাম বাঁধন ছেঁড়ার শঙ্কাগুলো,
বেঁচে থাকার সংজ্ঞাগুলো 'মূল্যবিহীন' 'বেচেই দিলাম'।
ভাঙা ঘরের জানলাগুলো মাঠের মতন মেলে দিলাম।
তোমার অমন হাঁট বাজারে, যে স্বপ্নদের বসতো নিলাম
তাদের সকল ছেড়েই এলাম। অনেক বছর, রাত্রী-দিনে,
যা কিনেছি 'রৌদ্র-ঘামে', যা কিনেছি 'রুদ্র-দামে', 'চিন্তা বেচে',
পালিয়ে যাব ভেবেই সেসব বিকিয়ে দিলাম, শুন্যহাতে।
কিন্তু যখন পর ছেড়েছি, ঘর ছেড়েছি একলা পথে রাত নিশীথে,
পা বাড়াতে হঠাৎ দেখি, পায়ের ছাপে 'ছাপ' থেকে যায়
অথৈ জলে ছড়িয়ে থাকা শেকড়গুলোয়, ভালোবাসার তাপ থেকে যায়।
পালিয়ে যাব ভেবেই সেদিন, মূল্যবিহীন যা হারালাম
শুন্য হাতে আজ তাকিয়ে হঠাৎ দেখি,
ঘরের পথেই পা বাড়ালাম।
------------------------------------------------------
আগন্তুক!/ সাদাত হোসাইন
০৯/০৬/২০১৪