তোমার মুখ দেখতে চেয়েছিলাম শ্রাবণের রাতে।
মেঘে ঢেকে যাওয়া চাঁদ আমাকে দেখাল অদ্ভুত মুখোশ।
আমি ভাবলাম, এ আমার দৃষ্টিবিভ্রম!
মানুষ মানেই মুখ থাকবে, চোখ থাকবে, চোখ ভরতি জল থাকবে
জলের ভেতর মায়া থাকবে। মায়ার ভেতর মন মানুষের ছায়া থাকবে।
মানুষ মানেই দুঃখ পেলে কাঁদবে হঠাৎ।
ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলোয় খুব সাহসে ঘর বাঁধবে।
বুকের ভেতর রোজ জমানো অনুভূতির শেকড় ছুঁয়ে
হাসবে ভীষণ, কাঁদবে ভীষণ । মানুষ মানে তার ছায়াতেও
একটা আসল প্রাণ থাকবে, রক্ত ঘামের ঘ্রাণ থাকবে।
মানুষ যদি রঙের ভেতর রোজ ডুবে যায়,
সকাল এবং সন্ধ্যে বেলা, খোঁজ উবে যায়
মানুষ যদি মিথ্যে হাসে, মিথ্যে শত ভানের ভেতর ভালোবাসে
মুখের ভেতর মেকি রঙের ছাপ মাখিয়ে
মানুষ যদি ফানুশ হয়ে এক আকাশে রোজ উড়ে যায়।
কি আসে যায়?
কি আসে যায় মানুষ যদি মুখোশ পড়ে
ঘুণে কাটা কাঠের মতন, ছুতোর ঘুরে আদল লুকোয়।
কি আসে যায়?
মানুষ মানেই মুখ না থেকে, মুখোশ যদি হয় পরিচয়
থাকুক মুখোশ, কান্না-হাসি, ভালোবাসি, সকল থাকুক মুখোশ মাখা
খুব যতনে, ইচ্ছে মতন সবুজ নীলের রঙে আঁকা।
থাকুক কিছু মুখোশ মানুষ, সাজঘরেতে বেহুঁশ থাকুক
আমি না হয় বোকাই থাকি।
আমি না হয় তোমার মতন, 'অমন' হওয়ার ইচ্ছে বাঁধি।
মন খারাপের সন্ধ্যেগুলোয়, যে জল জমা বুকের ভেতর
তার হৃদয়ের সবটা ছুঁয়ে, আমি না হয় একলা কাঁদি।
আমি ভাবি, মানুষ মানেই, এই জোছনায় মুগ্ধ নয়ন
বৃষ্টি জলে সবটা ভিজে, অবাক জলে-জোছনা শয়ন।
মুখের ভেতর, চোখের ভেতর, যে ভাষারা চুপ কথা কয়,
আমি ভাবি, সেই ভাষাতে, মুখোশগুলো যাবেই ভেসে।
মানুষ মানে চোখের ভেতর, ভাসবে হৃদয়
মানুষ মানে সবটুকু সুখ- ভালোবেসে।
-----------------------------------------------------------------
মানুষ!/সাদাত হোসাইন
০৪/০৬/২০১৪