এন্টি প্রচারণা শুরু হয়ে গেছে। যারা ব্লগে আছেন খেয়াল করলে দেখবেন যে, হাসিনার কন্ঠ জোরালো ছিল না যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে, আওয়ামীলীগ সারা জীবন এই ইস্যু জিইয়ে রাখবে ... এসব বলা শুরু হয়ে গেছে। আমি বলি কি, যদি শেখ হাসিনা বলত আজ থেকে রাজাকার নিধন শুরু হলো, তাহলে এইসব আঁতেল বন্ধুরা কইত, কয় কি? ক্ষমতায় বসতে না বসতে আবার লগি বৈঠা, চরিত্র বদলাই নাই, মানবধিকার মানে না, একটা জংলী দল...। আমার তো মনে হয় তার বক্তব্য সঠিক ছিল। তিনি বলেছেন যে, জনগণ তাদের বিপক্ষে রায় দিয়েছেন, এবার বাকী কাজটা তারা সমাধা করবে। এর চেয়ে ভদ্র, সভ্যভাবে আর কি বলার ছিল? আঁতেলদের আঁতলামী শেষ হয় না। মৌলিক দাবী, ভাত, কাপড়ের সেটাই আগে পুরণ হোক। তারপর ওই শালাগো দেখা যাইবো। অযথা শুরুতেই চেচাঁমেচি করে তাদের মাথাটা নষ্ট করে লাভ নেই, মনোযোগ অন্যদিকে ফিরিয়ে দিলে আখেরে জামাতীদেরই লাভ।
সময় তো আছে, দেখি না কি করে? নইলে তাদের ভাগ্যে কি ঘটবে বা আমরা কি ঘটাবো তা তো সকলের জানা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫১