ছবি ব্লগ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করাই আমার মুখ্য উদ্দেশ্য। প্রথম দ্বিতীয় বা তৃতীয় হওয়াটা জরুরী না। আসলে ছবি-ভ্রমণ এসব আমার রক্তে মিশে গেছে, আর ব্লগিংটাকেও আমার জীবনেরই একটা অংশ মনে করি। তাই ব্লগে ছবি প্রতিযোগিতা মানে হলো আমার জন্য একটা সোনায় সোহাগা ব্যাপার স্যাপার। আজকের পোষ্টের ছবিগুলো তোলার জন্য আমার কোন প্রস্ততি ছিলোনা। ভ্রমণে গিয়েছিলাম জামালপুরের মাদারগঞ্জে, ওখান থেকে ২০১ গম্বুজ মসজিদ দেখার জন্য যাচ্ছিলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে। পথিমধ্যে ছবিগুলো পেয়ে যাই ভাগ্যক্রমে। তো চলুন দেখা যাক পথিমধ্যে কুড়িয়ে পাওয়া গ্রামীন ছবিগুলো।
(২/৩) জলাধার শুকিয়ে গেছে, গ্রামের শিশু কিশোররা নেমে পড়েছে মাছ শিকারে।
(৪/৫) কাদায় মাখামাখি ওদের দেখতে কিন্তু বেশ লাগছিল
(৬) কাদা মাখা মাছ পরিস্কার করার জন্য এবার জলাশয়ের ধারে ওরা।
(৭) ধুয়ে নেওয়ার পর পরিচ্ছন্ন মাছ।
(৮) এমন অর্ধ নৌকা দিয়ে আগে সাগরে মাছ ধরতে দেখেছি, খালে বিলে এই প্রথম দেখা।
(৯/১০) এবার স্বচ্ছ জলাশয়ে কলার ভেলায় বা ডাঙায় বসে বরশিতে মাছ ধরার পালা। পাশেই ঝুলে আছে অলস ধর্ম জালগুলো। ধর্ম জালগুলো হয়তো অন্য বেলায় ব্যবহৃত হয়।
(১১) মাছ ধরার এমন চমৎকার দৃশ্য আগে কখনো আমার দেখা হয় নাই।
(১২) পাশের জমিতে নিড়ানি দিচ্ছিল একজন বয়স্ক কৃষক।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:২০