প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছে গুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) তুরাগ নদীতে বিশ্ব এস্তেমার মুসল্লীদের নিয়ে আসা লঞ্চ ও ট্রলার।
(৩) শেয়াল মামার এই ছবিটা তুলেছি সফিপুর আনসার ক্যাম্প থেকে।
(৪) ফড়িং, এই ছবিটা তুলেছি রায়পুরার নিলক্ষা গ্রাম থেকে।
(৫) পাহাড়টাকে মনে হয় যেন কোন প্রাসাদ, এটা শীলখালী ও ইনানী বীচ এর মাঝামাঝি জায়গায় স্বগর্বে দাঁড়িয়ে।
(৬) সাগরের ঢেউ এর সাথে মাছ ভেসে আসে, সেই মাছ দেখে জাল মারে এই জেলেরা। মাছের অপেক্ষায় দাঁড়িয়ে ওনারা। এটাও শীলখালী ও ইনানী বীচ এর মাঝামাঝি জায়গায় থেকে তোলা ছবি।
(৭) নরসিংদীর সোনাইমুড়ি পাহাড় থেকে তোলা ছবি।
(৮) বালি দ্বীপের দক্ষিণ অংশে Pura Luhur Uluwatu মন্দির। নিচে আছড়ে পড়ছে ভারত মহাসাগরে সফেদ ঢেউ। মন্দিরের নামটার প্রথম অংশের অর্থ জানা নাই তবে শেষের অংশের অর্থ এমন Ulu "দেশের শেষ" এবং Watu "শিলা"।
(৯) ক্ষুদে কাকড়া, পারকি সমুদ্র সৈকত থেকে তোলা ছবি।
(১০) সুইচোরা পাখি, সোনার গাঁয়ের নুনের টেক গ্রাম থেকে তোলা ছবি।
(১১/১২) দোপাটি ফুল এবং নাম না জানা পাখি দুটোর ছবি তুলেছি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাসেল পার্ক থেকে।
(১৩) বালিহঁসের এই ছবিটা তুলেছি শ্রীমঙ্গলের বাইক্কা বিল থেকে।
(১৪) লাঙ্গলবন্দে স্নান করতে আসা পূণ্যার্থীরা নিজেদের রান্নাবান্নায় ব্যস্ত।
(১৫) পদ্ম ফুল, মিরপুরের বোটানিক্যাল গার্ডেন থেকে তোলা ছবি।
(১৬) গাড়ি চালাচ্ছে এক ড্রাইভার। নরসিংদীর উদিংগা গ্রাম থেকে তোলা ছবি।
(১৭) চায়ের দেশে স্বাগতম, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় রয়েছে ৪৪ টি চা বাগান। এই শ্রীমঙ্গলে প্রবেশ করলেই চোখে পড়বে এই "চা কন্যা ভাস্কর্য" যে অতিথীদের স্বাগতম জানাচ্ছে।
(১৮) কুমোর বাড়ি, কুমিল্লার দক্ষিণ সদরের গাংকুল গ্রাম থেকে তোলা ছবি।
(১৯) নাগলিঙ্গম ফুল, মিরপুরের বোটানিক্যাল গার্ডেন থেকে তোলা ছবি।
(২০) পাহাড়ি গ্রাম বাকলাই পাড়া, বান্দরবান থেকে তোলা ছবি।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬