সাদা মনের মানুষ বিশেষণটা তাদের জন্য মানায়, যারা সত্যিকারের পরোপকারী, কখনো মিথ্যে বলেনা, নিজের ক্ষতি করে হলেও অন্যের ভালোটা করতে পিছপা হয়না এমন মানুষ। সামহোয়্যারইন ব্লগে আমার নিক সাদা মনের মানুষ বলে কেউ হয়তো আমাকে বাঁকা চোখে দেখে থাকতে পারেন, বলতে পারেন কতোটা সাদা মনের মানুষ তা জানা আছে। তবে এটা ঠিক যে আমি প্রকৃত পক্ষে সাদা মনের মানুষ নই, যদিও নামের সাথে কাজের মিল রাখার চেষ্টাটা কিছুটা হলেও করে থাকি।
এবার বলি আমার সাদা মনের মানুষ হওয়ার ইতিহাস। প্রথম আলো পত্রিকায় তখন সারা দেশে খুঁজে খুঁজে সাদা মনের মানুষদের বের করার একটা পক্রিয়া চলছিল মনে হয়। আমি নিয়মিত প্রথম আলোর পাঠক হিসাবে ওটা আমার মনে গেথে যায়। এছাড়া সামুতে নিজ নাম কামাল উদ্দিন নামে একটা একাউন্ট খুল দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছিলাম প্রথম পেজে লেখার। কিন্তু আমি সামুর ওয়াচ লেভেল অতিক্রম করতে পারছিলাম না। বাধ্য হয়ে নতুন একটা মেইল খুলে ওটা দিয়ে সাদা মনের মানুষ নিক নিয়ে সামুকে মালিশ করে একটা পোষ্ট দিলাম। দ্বিতীয় দিনই আমি সেফ ব্লগার হয়ে প্রথম পাতায় লেখার অনুমতি পেয়ে গেলাম। সেই যে সেফ তা ৮ বছর ২ মাস হয়ে গেল। সুতরাং সবাইকে আমি সতর্ক করে বলতে চাই, আমাকে প্রকৃত সাদা মনের মানুষ ভেবে কেউ আবার ধোকা খাবেন না যেন।
এবার আমার ঘুরে বেড়ানোর নেশার কথা বলি। ঘুরে বেড়ানোর নেশাটা আমার সেই ছোট কাল থেকেই। এই নেশায় পড়ে আমি ছোট বেলা বারে বারে বাড়ি থেকে পালাতাম। কখনো হোটেলের মেসিয়ার, কখনো ট্রেনে চকলেট বিক্রেতা এমন সব কাজ আমি অনেক করেছি। একবার বাড়ি থেকে কিছু টাকা নিয়ে পালিয়ে সোজা কলকাতায় গিয়ে হাজির, ওখানে আবার একটা চাকুরীও জুটিয়ে নিয়েছিলাম। দুইমাস চাকুরী করার পর হঠাৎ একদিন বাড়ির জন্য আমি মহা ফাপড়ে পড়ে গেলাম। চাকুরী থেকে পালিয়ে আবার চলে এলাম বাড়িতে। সুতরাং আমার আশেপাশের মানুষ না খেয়ে আছে আমি ঘুরে টাকা খরচ করছি এটা বলে আমাকে কেউ বকতে পারেন, শোধরানো হয়তো আদৌ সম্ভব না।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৫