কাশ্মীর ভ্রমণটা আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল। সব গুছিয়ে প্রথম যখন কাশ্মীর যাওয়ার পাকা দিন তারিখ ঠিক করলাম তখন ওখানে বড় ধরণের বন্যা হওয়ায় ভ্রমণ বাতিল করা হল। মোদী সরকার ক্ষমতায় আসার পর আবার যখন কাশ্মীর যাওয়ার পরিকল্পনা করলাম তখন ভারতে গরুর মাংস খাওয়া নিয়ে কাশ্মীরে একজন ট্রাক ড্রাইভারকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। অনেক বাধা সত্বেও যেদিন জম্মুতে নামলাম সেদিন ওখানে চলছিল অবরোধ। সর্বশেষ কিছুদিন আগে আবার কাশ্মীরের লাদাখ যাওয়ার জন্য যখন ভিসা লাগিয়ে রেডি তখনই পাকিস্তানের সাথে সীমান্ত উত্তেজনায় এবারও যাওয়া স্থগিত বা বাতিল হলো।
আর কোন দিন ভুস্বর্গ খ্যাত কাশ্মীরে যাওয়া হবে কিনা জানিনা। তবে ওখানে একবার যাওয়ার যেটুকু দেখেছিলাম তাকে আমি নিঃসন্দেহে স্বর্গই বলব। কাশ্মীরের অন্যতম দর্শনীয় স্থান গুলোর মধ্যে পেহেলগাম এর বেতাব ভ্যালী অন্যতম। হিন্দি ছবি বেতাব এর শুটিং হয়েছিল এখানে। তাই এর নাম হয়ে গেছে বেতাব ভ্যালী। আসুন আমরা ঢুকে পড়ি বেতাব ভ্যালীতে।
(২/৩) পেহেলগাম থেকে চন্দনওয়ারি যাওয়ার মাঝ পথেই পড়ে এই বেতাব ভ্যালী। চন্দনওয়ারির উঁচু পথে দাঁড়িয়ে তোলা বেতাব ভ্যালী।
(৪) আঁকাবাঁকা পাহাড়ি পথে এক সময় আমরা চলে এলাম বেতাব ভ্যালীর কার পার্কিংএ।
(৫) প্রধান ফটকের ডান পাশের ঘরটাই টিকেট কাউন্টার।
(৬) একটি ভাসমান চানাচুরের দোকান। সব চাইতে মজা পাইছি, দোকানদার একটা বিশালাকার পেয়াজ কেটে পদ্মফুলের মতো করে বানিয়ে রেখেছে দেখে।
(৭) ওখানে যাওয়ার আগে কোথাও পড়েছিলাম যে, বেতাব ভ্যালীতে ঢোকার টিকেটের দাম দশ রুপি। কিন্তু না, প্রত্যেকের জন্য গুনতে হয়েছিলো ১০০ রুপী।
(৮/৯) ইচ্ছে করলেই বেতাব ভ্যালীর এই গেষ্ট হাউজে থাকা যায়। চারিদিকে পাহাড় বেষ্টিত এই উপত্যকার একটি পাশ দিয়ে পাথুরে ঝর্ণার অবিরাম ছুটে চলা, তার পাশেই এমন নির্জন কুটির। জায়গাটা আমার খুবই পছন্দ হলেও থাকার ভাগ্য হয়ে উঠেনি।
(১০) কাশ্মীরকে ফুলের রাজ্য বলা হলেও, আমাদের ভ্রমণের সময়টায় মনে হয় ফুল অনেক কমই ছিলো।
(১১/১২) বেতাব ভ্যালীতে গেলে নিশ্চিৎ স্বর্গের ছোয়া পাবেন।
(১৩) চমৎকার এই ব্রীজের নিচে এখন পানির প্রবাহ কিছুটা থাকলেও শীতে থাকে শুধুই বরফের আস্তরণ।
(১৪) উপরের যেই চুড়াগুলোতে এখনো কিছুটা বরফ রয়ে গেছে সেখান থেকেই এখনো বরফ গলে বেতাব ভ্যালীর ভেতর দিয়ে এই স্রোত ধারা ছুটে চলছে লিডার নদীর দিকে।
(১৫) আর বরফ গলা জলগুলো প্রথমে এমন ভাবে কালো পাথরের ভেতর দিয়া উপর থেকে নেমে আসছে অবিরত।
(১৬) পর্যটকদের আনাগোনায় এখানটা মুখরিত থাকে সব সময়।
(১৭) পাহাড়ে কাশ্মীরীদের প্রধান বাহন ঘোড়া ইতিউতি ঘুরে বেড়াতে দেখা যায় বেতাব ভ্যালীতে।
(১৮) বেতাব ভ্যালীর পাশের একটি গ্রাম।
(১৯) গ্রামের ভেতর থেকে তোলা একটা ছবি।
(২০) বেতাব ভ্যালীর মালিক না, এটা আমার ছবি
(২১) বরফ ঢাকা বেতাব ভ্যালীর এই ছবিটা নেট থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬