প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) সুন্দরবনের ভেতরে পশুদের পানি খাওয়ার জন্য কেটে রাখা পুকুর, কচিখালি থেকে তোলা ছবি।
(৩) বিরুপাক্ষ মন্দির, শীতাকুন্ড পাহাড়ের প্রথম চুড়া থেকে তোলা ছবি।
(৪) কাকড়া শিকারি, টেকনাফ বীচ থেকে তোলা ছবি।
(৫) বেদে নাও, রায়পুরার মেঘনা নদী থেকে তোলা ছবি।
(৬) পানাম নগর নারায়ণগঞ্জ জেলার, সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড় নগর, খাস নগর, পানাম নগর -প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিলো সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার বার ভূইয়াঁদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই নগরী গড়ে ওঠে।
(৭) পাহাড়ি ফুল, বান্দরবানের মেঘলা থেকে তোলা ছবি।
(৮) নদী নৌকা, এই ছবিটা তুলেছি টেকনাফের নাফ নদী থেকে।
(৯) দুরন্ত শৈশব, বালুসাইর গ্রাম, নরসিংদী থেকে তোলা ছবি।
(১০) কাশ্মীরের চন্দনওয়ারি থেকে তোলা একটা স্যুভেনির সপের ছবি এটা।
(১১) শিশির ভেজা সিম ফুল, সোনারগাঁও এর মায়াদ্বীপ থেকে তোলা ছবি।
(১২) কচুরী পানায় ডাহুক পাখি, এই ছবিটাও সোনারগাঁও এর মায়াদ্বীপ থেকে তোলা।
(১৩) মাছ ধরার নাও, কক্সবাজার থেকে তোলা ছবি।
(১৪) কাপ্তাই লেক, রাঙামাটি থেকে তোলা ছবি।
(১৫) ফিঙে দু'টো খেজুরের রস খাচ্ছে, কুমিল্লার সদর রসুলপুর থেকে তোলা ছবি।
(১৬) প্রজাপতি প্রণয়, চট্টগ্রামের চিনকি আস্তানা থেকে তোলা ছবি।
(১৭) বঙ্গবন্ধু যমুনা সেতু।
(১৮) বালাপুর জমিদার বাড়ি, মাধবদী থেকে তোলা ছবি।
(১৯/২০) ফড়িং এবং সন্ধ্যামালতি ফুলের ছবিটা তুলেছি ওয়ারী বটেশ্বর থেকে।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬