রাজবন বিহার বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার। এটি রাঙামাটি শহরের অদূরেই অবস্থিত। এবার রাঙামটি যাওয়ার আগে থেকেই জানতাম নিরাপত্তার কারণে দর্শনার্থীদের রাজবন বিহার দেখা সাময়িকভাবে বন্ধ আছে। তবু কোনভাবে দেখা যায় কিনা সেই আশা নিয়ে গিয়েছিলাম ওখানে, কিন্তু ভাগ্য সদয় হয়নি। তো কি আর করা ওখানকার বানরদের ছুটাছুটি দেখেই ফিরে আসতে হয়েছে। রাজবন বিহার এলাকায় প্রচুর বানর মুক্তভাবে ঘুরে বেড়ায় এবং দর্শকরা তা দেখে মজা পায়। ওখানে গিয়ে আমিও অনেক বানরের ছবি উঠিয়েছি, ওখান থেকে কিছু ছবি নিয়াই আজকের পোষ্ট। আপনাদের কাছ থেকে ক্যাপশন আশা করছি, যা পরে আমি সন্নিবেশিত করে দিবো। বান্দর নিয়া আমার অন্য একটা পোষ্টও আছে, এখানে টোকা দিয়ে দেখে নিতে পারেন "বান্দর - একটি ফটোপোষ্ট"।
(২) নোটিশ পইড়া না বুঝলে আমগো কইয়েন। (আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম)।
(৩) ঘাসের বিতরে ওইডা কী একশো ট্যাহার নোট? (আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম।
(৪) মামী, তোমার ল্যাজে এত উকুন হইল ক্যামনে? (আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম)।
(৫) আহ! কী আরাম! (আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম)।
(৬) যা ভাগ! কুত্তা খালু দুইজনরে পিঠে লইবার পারবো না। (আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম)।
(৭) আমরা রোহিঙ্গা বানর। মিয়ানমার থাইকা আমাগো খ্যাদাইয়া দিছে। (আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম)।
(৮) সাদা মনের মানুষ আমাগো লাইগা নরসিংদীর কলা আনতে গেছে। এখনো আসে না ক্যান? (আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম)।
(৯) বড় পোলাডা বাঁদরামি করতে গিয়া হাঁটু ছিঁড়া ফালাইছে। ছুডুডা এখনো এইসব শিখে নাই (আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম)।
(১০) ওরে আমার কলিজার টুকরা। এতক্ষণ কই ছিলি বাপ? (আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম)।
(১১) "নিচে একটা কি জানি দেখছি! তোরা আমারে ধর, আমি দেইখা আসি জিনিসটা সোনা-দানা টাইপের কোন বস্তু কিনা!" (সাহসী সন্তান)।
(১২) "ফিচলে হাসিতে গেটআপ মারাটা আপাতত সম্ভব না! গত দুইদিন থিকা না খাইয়া আছি! মুখ ভার করা ছবি উঠাইতে পারলে ওঠান, না পারলে দূরে গিয়া মরেন!" (সাহসী সন্তান)।
(১৩) "ভাবতেছি আগামীবার অলেম্পিকে নাম লেখামু! আপাতত সেইটারই প্রিপারেশান লইতাছি! আমার জন্য কয়টা লাইক হবে ফ্রান্স.....!!" (সাহসী সন্তান)।
(১৪) "আমি কি দোষ করলাম!!!" (কলাবাগান১)
(১৫) তোমাগো গুলা কি শান্ত আমারটা বান্দর হইসে (পুলক ঢালী)।
(১৬) আমাগো নাম ভুটার লিস্টে রাইখেন কামাল ভাই। এইবার ভুট দিমুই দিমু (আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম)।
(১৭) এই পোলার বাপে সৌদি আরব গিয়া আর ফিরে নাই। এরে যে ক্যামনে মানুষ থুক্কু বানর করি! (আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম)।
(১৮) "আয়নাবাজির ভেল্কি তো বহুত দেখছেন, এহন আমার ভেল্কি দেখেন!" (পিচ্চিটার দাঁড়ানোর ভাব দেখে কইলাম) (সাহসী সন্তান)।
(১৯) আপেলটা নীচের দিকে পড়লো ক্যান এই ভাবনায় বিভোর কি চাবাইতাছে খবর নাই (পুলক ঢালী)।
(২০) ওই! বিপদ (সাদা মনের মানুষ)আইতাছে ল পালাই দুধ ছাড়! (পুলক ঢালী)।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২