প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) নিঝুম দ্বিপের একটা বাড়ি।
(৩) হালচাষ, মাধবদী থানার বালাপুর গ্রাম থেকে তোলা ছবি।
(৪) খেয়া পারাপার, সুনামগঞ্জের তাহিরপুর থেকে তোলা ছবি।
(৫) ফুলের নাম চাঁদমালা, বরিশালের দুর্গা সাগর দীঘি থেকে তোলা ছবি।
(৬) মদিনা শরীফ থেকে তোলা ছবি, স্থাপনাটা কি, আমার জানা নাই।
(৭) স্বর্ণ মন্দিরের ভেতরের মুর্তি, বান্দরবান থেকে তোলা ছবি।
(৮) বৃষ্টিতে ভিজে পাথর তুলছে নৌকায়, বিছানা কান্দি থেকে তোলা ছবি।
(৯/১০) দুবলার চরের জেলে পল্লীর ছবি।
(১১) ফেউয়া লেক, নেপালের পোখারা থেকে তোলা ছবি।
(১২) মাছরাঙ্গা, শিবপুরের জাল্লারা থেকে তোলা ছবি।
(১৩) কক্সবাজার সীবিচ।
(১৪) পাখির নাম সাদা খঞ্জনা, মৈনট ঘাট দোহার থেকে তোলা ছবি।
(১৫) ছোট্ট এই বেগুনী ফুলগুলোর নাম জানিনা, বান্দরবান থেকে রুমা যাওয়ার পথে পাহাড়ের কোন একটা অংশ থেকে তোলা ছবি।
(১৬) কাপ্তাই লেক, রাঙামাটি ঠেকে তোলা ছবি।
(১৭) উড়ন্ত পাখিগুলোর ছবি তুলেছি শ্রীমঙ্গলের বাইক্কাবিল থেকে।
(১৮) বান্দরবানের রুমা থানার নৌকাঘাট থেকে তোলা ছবি।
(১৯) বালিয়াটি জমিদার বাড়ি, সাটুরিয়া মানিকগঞ্জ থেকে তোলা ছবি।
(২০) ইলিশ, নিঝুম দ্বীপ থেকে তোলা ছবি।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪