প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) কাঠ গোলাপ, ঢাকার শেরেবাংলা নগর বৃক্ষ মেলা থেকে তোলা ছবি।
(৩) পাহাড়ি এই গ্রামের নাম সুংসাং পাড়া, বান্দরবানের রুমা থেকে তোলা ছবি।
(৪) ভোলার তজুমদ্দিন থেকে তোলা ছবি।
(৫) রক্ত কমল, জাহাঙ্গীর নগর থেকে তোলা ছবি।
(৬)নৌকায় চড়ে হাঁসটি কোথায় যাচ্ছে কে জানে? মাধবদী থানার বালাপুর গ্রাম থেকে তোলা ছবি।
(৭) চিম্বুক পাহাড়ের স্থানীয় এক দোকানী তার দোকান সাজাচ্ছে।
(৮) আহসান মঞ্জিল, পুরনো ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীর থেকে তোলা ছবি।
(৯) নৌকায় সংসার, বালু নদী থেকে তোলা ছবি।
(১০) একাকী মাছরাঙ্গা, পলাশের রাবান গ্রাম থেকে তোলা ছবি।
(১১) বেতাব ভ্যালী, কাশ্মীর থেকে তোলা ছবি।
(১২) বানর, রাঙামাটির রাজবন বিহার থেকে তোলা ছবি।
(১৩) আধখানা নৌকা নিয়ে দুটি শিশু জেলে সাগরে মাছ ধরছে, কক্সবাজার থেকে তোলা ছবি।
(১৪) মোহনচূড়া’ বা ‘হুপো বা হুদহুদ পাখি, নরসিংদীর সুইস গেইট এলাকা থেকে তোলা ছবি।
(১৫) কর্ণফ্লাওয়ার, ঢাকার লালবাগ কেল্লা থেকে তোলা ছবি।
(১৬) বাবুই পাখি, নরসিংদীর পলাশ থানার রাবান গ্রাম থেকে তোলা ছবি।
(১৭) মারমাদের সাংগ্রাই উৎসব, খাগড়াছড়ি থেকে তোলা ছবি।
(১৮) ল্যান্টানায় প্রজাপতি, গোবিন্দপুর, মাধবপুর, হবিগঞ্জ থেকে তোলা ছবি।
(১৯) ক্ষুদে রাখাল, নুরালাপুর, মাধবদী, নরসিংদী থেকে তোলা ছবি।
(২০) এটা কাপ্তাই লেক থেকে তোলা ছবি।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:১৫