প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) নারকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিন্স দ্বীপ। যা বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ, এই ছবিটা সেখান থেকে তোলা।
(৩) মসজিদ আল-হারাম (আরবি: المسجد الحرام) ইসলামের সবচেয়ে পবিত্র স্থান যা কাবাকে ঘিরে অবস্থিত। মক্কা থেকে তোলা ছবি।
(৪) নদী, নৌকা, মাঝি। নরসিংদীর উদিংগা গ্রামের পাশে মেঘনার পাড় থেকে তোলা ছবি।
(৫) ফলের নাম বিলম্ব, অতি টক ফলগুলোর মাঝে এটা অন্যতম। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ধরাভাংগা গ্রাম থেকে তোলা ছবি (ব্লগার আমির ইসতিয়াক ভাইয়ের বাড়ি থেকে তোলা)।
(৬) কাশ বনে ছোট্ট পাখি, এই ছবিটা ধরাভাংগা গ্রামের এমপি টিলা থেকে তোলা হয়েছে।
(৭) ভাসমান ফুল বিক্রেতা, কাশ্মীর উপত্যকার অন্যতম সেরা বিখ্যাত ডাল লেকের অংশ নাগিন লেক থেকে তোলা ছবি।
(৮) কাঠ ঠোকরা পাখি, বটেশ্বর, নরসিংদী থেকে তোলা ছবি।
(৯) শালুক, নরসিংদীর শিবপুর এলাকা থেকে তোলা ছবি।
(১০) টাঙ্গুয়ার হাওড়, সুনামগঞ্জের তাহিরপুর থেকে তোলা ছবি।
(১১) পাহাড়িদের কেনাকাটা, কাপ্তাই থেকে তোলা ছবি।
(১২) ফড়িং, ব্রাহ্মণবাড়িয়ার বাহাদুরপুর গ্রাম থেকে তোলা ছবি।
(১৩) নাম না জানা জংলী ফল, বটেশ্বর, বেলাব, নরসিংদী থেকে তোলা ছবি।
(১৪) হরিণ, সুন্দর বনের কটকা থেকে তোলা ছবি।
(১৫) সম্ভবত এটা সোমেশ্বরী নদী, নেত্রকোণার উৎরাইল বাজারের পাশ থেকে বাসে বসে তোলা।
(১৬) চুড়িওয়ালী, শাহবাগের ফুটপাত থেকে তোলা ছবি।
(১৭) কৃষক ও গরু, নরসিংদীর বর্দ গ্রাম থেকে তোলা ছবি।
(১৮) টক সবজি মেষ্টা, সাধারণত এটা টক ডাল খাওয়ার জন্য ব্যভৃত হয়। মাধবপুরের গোবিন্দপুর থেকে তোলা ছবি।
(১৯/২০) কৃষ্ণচুড়া ও কৃষাণীর ছবিদুটো নরসিনংদীর শিবপুর এলাকা থেকে তুলেছি।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১০