লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশে অবশিষ্ট চিরহরিৎ বনের একটি উল্লেখ যোগ্য নমুনা। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। বাংলাদেশের ৭টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও ১০টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত ১২৫০ হেক্টর আয়তনের বন জীববৈচিত্র্যে ভরপুর। বাংলাদেশ সরকার ১৯৯৭ খ্রিস্টাব্দে এই বনকে 'জাতীয় উদ্যান' হিসেবে ঘোষণা করে। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত। উল্লূক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ।
নিরক্ষীয় অঞ্চলের চিরহরিৎ বর্ষাবন বা রেইন ফরেষ্টের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এ বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে, এবং অনেক ওপরে ডালপালা ছড়িয়ে চাঁদোয়ার মত সৃষ্টি করে। এই বন এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়েনা বললেই চলে।
(২) মেইন গেইট দিয়া সারি সারি বিশাল গাছের ভেতর দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই বাম পাশে লাউয়াছড়া জামে মসজিদ।
(৩) মসজিদের পাশের বাঁশ বনে আমাদের আদি পুরুষদের না দেখাটাই অস্বাভাবিক।
(৪) আর একটু এগিয়ে গেলেই দেখা যাবে বনটাকে দু'টুকরো করে বয়ে গেছে একটা রেল লাইন, দেখে মনে হবে এটাও যেন প্রকৃতিরই একটা অংশ।
(৫) কেউ কেউ নিজেকেও প্রকৃতির সাথে মিশিয়ে নেয় এমনি করে।
(৬/৭) দুই পাশে বন, মাঝখানে বৃষ্টি ভেজা সোদা মাটির গন্ধ মাখা চমৎকার কিছু মেঠো পথে চলতে গিয়ে নানা পাখির কলরব, আর মাঝে মাঝে অজানা কোন প্রাণীর ডাকে হঠাৎ অন্তরাত্মা কেপে উঠাটা অস্বাভাবিক কিছু নয়। তবে পাখি এবং প্রাণী দেখাটা কঠিন, কারণ সব গাছই অতি উঁচু এবং সবুজ পাতায় ছাওয়া।
(৮) চলতি পথে হঠাৎ একটা সুগন্ধি এসে মনটাকে ভালো লাগায় ভড়িয়ে দিলে পাশেই তাকিয়ে দেখবেন আপনার দিয়ে তাকিয়ে হাসছে স্পাইডার লিলি।
(৯) এমন দিক নির্দেশনা মূলক সাইনবোর্ডের কথাগুলো অবশ্য ওখানে আমাদের মেনে চলতে হবে, কারণ এতেই নিহিত আমাদের ভবিষ্যত বনাঞ্চল টিকে থাকার চাবি কাঠি।
(১০/১১) এমন অজানা অচেনা অনেক ফলই এখানে রয়েছে, যা দেখলেও মনটা ভালো হয়ে যায়।
(১২) বনের ভেতর হঠাৎ প্রান চাঞ্চল্য, তার পরই বনের মাঝখান দিয়ে ছুটে গেলো এই যান্ত্রিক অজগর।
(১৩) কয়েকটি রাস্তায় আবার এমন ভাবে ইট বিছানো রয়েছে।
(১৪) বড় গাছগুলো মগডালে সারা শব্দ পেলে এমনভাবেই খুঁজে পেতে পারেন বিলুপ্ত প্রজাতির উল্লুকদেরকে।
(১৫) পরগাছা।
(১৬/১৭) বিশালাকৃতির রঙিন মাকড়সার এপিঠ-ওপিঠ।
(১৮) আরো একটি নাম না জানা ফল, কয়েকটি ফেটে ফুলের মতো হয়ে আছে।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯