বিদ্যুৎ আমাদের প্রয়োজন এ কথা সত্য; কিন্তু তার চেয়ে নির্মম সত্য হচ্ছে সুন্দর বন আমাদের নিকট তারচেয়ে বেশি প্রয়োজন। এক সুন্দর বন কে ঘিরে বছরে লক্ষ মানুষের জীবন-জীবিকা। সুন্দর বন প্রাকৃতিক দূর্যোগ অর্থাৎ ঝড় জলোচ্ছাস ইত্যাদি থেকে সমগ্র দক্ষিণ অঞ্চল কে রক্ষা করে। একটি পূর্ণাঙ্গ গাছ বছরে ৬০ পাউন্ড বিষাক্ত গ্যাস বাতাস থেকে গ্রহণ করে সমপরিমাণ বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে থাকে।
বিদ্যুৎ আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু সুন্দর বন কে বিসর্জন দিয়ে নয়। গুটি কয়েক মুনাফাখোর পুঁজিপতির স্বার্থ রক্ষার্থে বিশ্ব ঐতিহ্য সুন্দর বন কে আমরা বিসর্জন দিতে পারি না।
রামপালের কয়লা বিদ্যুৎ প্রকল্প নিয়ে পক্ষে বিপক্ষে অনেক মতামত আছে, আমি বিপক্ষ দলেরই লোক, আমরা সুন্দরবনকে রক্ষায় রামপালের বিদ্যুৎ কেন্দ্র নির্মানের কঠোর বিরোধীতা করছি। অন লাইনে রামপাল বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিকর দিক নিয়া বেশ কিছু কার্টুন রয়েছে, তার থেকে কয়েকটি কার্টুন নিয়াই আমার আজকের ছবি পোষ্ট।
(২) আদনান মুকিতের লেখা আর জুনায়েদের আঁকা:
(৩) আদনান মুকিতের লেখা আর জুনায়েদের আঁকা:
(৪) আদনান মুকিতের লেখা আর জুনায়েদের আঁকা:
(৫) কার্টুনিস্ট মোরশেদ মিশু এঁকেছেন এই কার্টুনটি
(৬) জহিরুদ্দীন জুমন এঁকেছেন
(৭) জহিরুদ্দীন জুমন এঁকেছেন
(৮) কার্টুনিস্ট মেহেদী হক রামপাল চুক্তি নিয়ে যখন প্রথম আলোচনা হয়েছিল তখন এঁকেছিলেন এই কার্টুনটি
(৯) রয়েলঃ বাঘ না বাঁচাতে পারলে প্রশংসা হিসাবে এটাকেই ধরে নিন
(১০) কালা কাউয়া
(১১) কালা কাউয়া
(১২) কালা কাউয়া
(১৩) বিপ্লব করের কাজ
(১৪) বিপ্লব করের কাজ
(১৫) ধীমান সরকারের কাজ:
(১৬)
(১৭) লেখাঃ শেখ মাহফুজুর রহমান, আঁকাঃ মানবেন্দ্র
(১৮) এঁকেছে সাদাত:
(১৯) মনির মৃত্তিক এর কাজ:
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২১