প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) ছেড়া দ্বীপ, বাংলাদেশের সর্ব দক্ষিণ বিন্দুর নাম হলো ছেড়া দ্বীপ। সেন্টমার্টিন দ্বীপ থেকে ৫ কি: মিটার দক্ষিণে এ দ্বীপটির অবস্থান। ছেড়া দ্বীপের আয়তন তিন কি: মিটার। ২০০০ সালের শেষের দিকে এই দ্বীপটির সন্ধান পাওয়া যায়।
(৩) বরুণ, বর্ণা বা বৈন্যা ফুল। নুনের টেক, সোনারগাও, নারায়নগঞ্জ থেকে তোলা ছবি।
(৪) দোচুলা পাস, ভূটানের সবচেয়ে পরিচিত পাস দোচুলা পাস। রাজধানী শহর থিম্পু থেকে ৩০ কিলোমিটার দূরে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩১৫০ মিটার উচ্চতায় অবস্থিত এই পাসটি শাদা মেঘে আচ্ছন্ন থাকে। রৌদ্রোজ্জ্বল দিনে এখান থেকে হিমালয়ের সুন্দর দৃশ্য দেখা যায়।
(৫) জাল, নদী, নাও, মেঘনা নদী আনন্দ বাজার সোনারগাও থেকে তোলা ছবি।
(৬) রাজেন্দ্র ইকো রিসোর্ট, গাজীপুর থেকে তোলা ছবি।
(৭) ডাল লেকের মাঝি, কাশ্মীরের ডাল থেকে তোলা ছবি।
(৮) বাদামী কসাই পাখি, নুনের টেক, সোনারগাও, নারায়নগঞ্জ থেকে তোলা ছবি।
(৯) লবন চাষের মাঠ, টেকনাফ থেকে তোলা ছবি।
(১০) পাহাড়ি গ্রাম, সাজেক যাওয়ার পথের ছবি এটা। রাঙামাটি থেকে তোলা।
(১১) একটি পাহাড়ি বাড়ি,এটা বান্দরবানের সিপ্পি পাহাড়ের রোনিন পাড়া থেকে তোলা ছবি।
(১২) কুমার বাড়ি, কুমিল্লা দক্ষিণ সদরের গাংকুল গ্রাম থেকে তোলা ছবি।
(১৩) জামতলা সী-বিচ, সুন্দরবন থেকে তোলা ছবি।
(১৪) এই ফলের আঞ্চলিক নাম পেলা গোটা, পুস্তকিয় কোন ভাসা আমার জানা নাই। এগুলো পাকলে কালচে রং ধারণ করে। বটেশ্বর নরসিংদী থেকে তোলা ছবি।
(১৫) পদ্মা রিসোর্ট, পদ্মা নদীর গা ঘেঁষে জেগে ওঠা চড়ের মধ্যেই অপূর্ব সুন্দর জায়গাটি তৈরি করা হয়েছে। চারদিক সবুজ দিয়ে ছেয়ে থাকা রিসোর্টের পাশেই বয়ে চলেছে পদ্মা নদী।
(১৬) নাম না জানা ফুল।
(১৭) ইসাখাঁর রাজধানী সোনারগাঁ।
(১৮) ছোট্ট ফড়িং, নরসিংদী সদর থানার নুরালাপুর গ্রাম থেকে তোলা ছবি।
(১৯) বৃষ্টি মুখর সবুজ গাছ। বটেশ্বর, বেলাব, নরসিংদী থেকে তোলা ছবি।
(২০) ভুটানের একমাত্র অন্তর্জাতিক বিমান বন্দর “পারো” শহরে আমি
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৩