বাংগালী নাকি আড্ডা প্রিয় জাতি, আমি নিজেকে দিয়ে বিচার করেই জানি কথাটা মোটেও মিথ্যা নয়। তাছাড়া শুক্রবারটা ছুটির দিন হওয়ায় আড্ডানোর সুযোগটাও পাওয়া যায় বেশী। আমি নিজে শুক্রবারে অন লাইনে বসার সুযোগ পাই একটু বেশী, তাই ভাবছি প্রতি শুক্রবারে একটা করে আড্ডা পোষ্ট দিবো, অবশ্য যদি ভালো না জমে তাহলে হয়তো নতুন করে চিন্তা ভাবনা করবো।
আড্ডার কোন বিষয়বস্তু নাই, যে কোন বিষয় নিয়েই আড্ডা চলবে এখানে, তবে রাজনীতি আর ধর্মকে নিয়ে বাড়াবাড়ি ধরনের কোন মন্তব্য কেউ করবেন না বলেই আশা রাখছি। আসুন একটু আড্ডা দিই মনকে ফ্রেস করি.........
যে ম্যাচ ভারত হেরে গিয়েছিলো সেই ম্যাচ আমরা হারলাম, এতে দোষটা কার? বা কার কেমন লাগছে এটা নিয়েও আড্ডাবাজি করতে পারি।
আড্ডা হতে পারে ভ্রমণ বা ফটোগ্রাফি নিয়ে।
যাদের মন ভালো নেই তারা আসুন আড্ডা দিয়ে মন ভালো করে নেই, আর যাদের মন ভালো আছে তারা তো এমনিতেই আড্ডাইবেন...........তো শুরু হোক আমাদের মনখোলা আড্ডা।
আজ বুধবার অগ্নিঝরা মার্চ মাসের পঁচিশতম দিবস। ১৯৭১ সালের মার্চের কালোরাতে পাকিস্তানি বাহিনীর অতর্কিত নিরস্ত্র-নিরীহ বাঙালি নিধনযজ্ঞের ইতিহাসের সর্বকালের ঘৃর্ণিত বর্বতা এই নিরীহ বাঙালিদের হত্যার ইতিহাস। এই দিনে পাকিদের প্রতি ঘৃণা সহ সকল সহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৭