প্রথমে পড়ে নেই আমার লেখা একটা পুরোনো কবিতা।
নতুন সূর্য
নব বর্ষের নতুন সূর্য
আবার উঠিল ভূমে,
পুরান বছর হারিয়ে গেল
মহাকাল মহাধুমে ।
সময় চাকার নাহিকো বিরাম
আবিরাম চলে ছুটে,
মানব জীবন কুঁড়ে কুঁড়ে খায়
কালের ধরালো ঠোটে ।
হতাশ মানব বিরস মনে
আশার স্বপন বুনে,
নতুন বছর দ্রুত ফুরিয়ে
বিদায়ের দিন গোনে ।
পুরানো সকল বেদনা সুখের
স্মৃতির ফলক রেখে,
নতুন বছর যাত্রা করে
সুখের স্বপন দেখে ।
কদিন যেতেই নতুন ঝিমায়
সেই পুরাতন রোগে,
মানুষ আবার নিরাশার জালে
হতাশার বানে ভোগে ।
(২) বড়খনা বা কচুরী পানার ছোট ভাই ছোটপানা ফুল, নরসিংদীর পলাশ এলাকা থেকে তোলা ছবি।
(৩) জিনিয়া ফুল, কুমিল্লার কোটবাড়ি থেকে তোলা ছবি।
(৪) দেখতে সূর্যমুখি ফুলের মতো তবে সাইজে অনেক ছোট, নামটা জানিনা। লালবাগ কেল্লা থেকে তোলা ছবি।
(৫) কর্ণফ্লাওয়ার, লালবাগ কেল্লা থেকে তোলা ছবি।
(৬) কাশফুল, সোনারগায়ের মোগরাপাড়া এলাকা থেকে তোলা ছবি।
(৭) জামরুল ফুল, আমার বাড়ি থেকে তোলা ছবি।
(৮) পাহাড়ি এই ফুলটার নামটাও মনে পড়ছেনা, তবে একজন নাম দিয়েছে সিঁদুরে কলমি, নামটা খারাপ না, এই ছবিটা তুলেছি সিপ্পি পাহাড় থেকে ফেরার পথে পাইক্ষংপাড়া আর রোনিন পাড়ার মাঝামাঝি পাহাড় থেকে।
(৯) দুর্বা ফুল, অনেকে এটাকে অফিস ফুলও বলে, কারণ সকাল ১০ টায় এগুলো ফুটে আবার বিকাল ৪টায় মজে যায়। এই ছবিটা তুলেছি বালিয়াটি জমিদার বাড়ি থেকে।
(১০) কি একটা কাঠ গাছ যেন, সেই গাছের ফুল গুলোর ছবি তুলেছি সোনাদিয়া দ্বীপ থেকে।
(১১) ল্যান্টানা ফুল, এটাও সোনাদিয়া দ্বীপ থেকেই তুলেছি।
(১২) বক ফুল, সেন্টমার্টিন থেকে তোলা ছবি।
(১৩) ধুতরা ফুল, সুন্দর বনের কচিখালী এলাকা থেকে তোলা ছবি।
(১৪) রক্ত কমল, সুন্দর বনের কাচিখালী এলাকা থেকে তোলা ছবি।
(১৫) পথের পাশে ফুটে থাকা হলুন রঙের এই ফুলটাকে তো হলুদ কলমীও বলা যায় নাকি বলেন? কুমিল্লার কোন এক প্রত্যন্ত এলাকা থেকে তোলা ছবি।
(১৬) কুমিল্লার বুড়িচং এর রাজাপুর স্টেশন থেকে তোলা ছবি।
(১৭) হাতিশুড় ফুল।
(১৮) আজকের পোষ্টের একমাত্র ফরেন ফুল, ভুটানের থিম্পু থেকে তোলা, নাম জানা নাই।
(১৯) শালুক ফুল, নাঙ্গল কোট কুমিল্লা থেকে তোলা ছবি।
(২০) মাধবপুরের ছাতিয়াইন থেকে তোলা ছবি।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯