প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) কামিনী ফুল, বটেশ্বর নরসিংদী থেকে তোলা ছবি।
(৩) দুবাই এয়ারপোর্টের আশেপাশের কোন একটা এলাকা, বিমানে থেকে তোলা।
(৪) মসজিদ। এটা সিলেটের বালাগঞ্জ থানার জগথপুর গ্রামে অবস্থিত।
(৫) বুলবুলি, এই ছবিটা নরসিংদীর মনোহরদী থানার রামপুর থেকে তোলা।
(৬) কাশফুল, নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকা থেকে তোলা ছবি।
(৭) কাপ্তাই লেকে বেলা শেষে, রাঙামাটি থেকে তোলা।
(৮) নয়ন তারা লাল রঙা ফুল, পন্ড গার্ডেন, রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি।
(৯) সাদাকালো মাছরাঙ্গা, নোয়াদিয়া শিবপুর, নরসিংদী থেকে তোলা ছবি।
(১০) সাগরে কর্মব্যস্ততা, শীলখালী বিচ থেকে তোলা ছবি।
(১১) মানব বৃক্ষ, বিশনন্দী ফেরিঘাট, নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি।
(১২) পাখিটির নাম কমলা বউ, নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।
(১৩) মাইনী নদীর পাশের একটি গ্রাম, লংগদু, রাঙামাটি থেকে তোলা ছবি।
(১৪) সোনাদিয়া দ্বীপের ঝাউবনে ভ্রমণ বাংলাদেশের তাবু।
(১৫) মুসলধারে বৃষ্টিতে চা শ্রমিকরা চা তুলছে, তেলিয়াপারা, হবিগঞ্জ থেকে তোলা ছবি।
(১৬) কাকতাড়ুয়া, নরসিংদীর শিবপুর থেকে তোলা ছবি।
(১৭) কল্লাশাহের মাঝার, আখাউড়া থেকে তোলা ছবি।
(১৮) লম্বা পা ওয়ালা এই পাখিটার নাম কালাপাখ ঠেঙ্গি, বাইক্কাবিল থেকে তোলা ছবি।
(১৯) মেলার দোকান, বিরাবো, রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি।
(২০) যমুনার চড়ের গ্রামের ছবি, যমুনা ব্রীজে দাড়িয়ে তোলা ছবি।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩২