প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম। বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) খেয়া, যাদুকাটা নদী, সুনামগঞ্জ থেকে তোলা ছবি।
(৩) বাংলার তাজমহল। বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁওয়ে নিরিবিলি পরিবেশ পেরাবো গ্রামে অবস্থিত ।
(৪) সাগর পাড়ের জেলে। শিলখালী ও ইনানী বীচের মাঝামাঝি কোন এলাকা থেকে তোলা ছবি।
(৫) তিনি রবিন্দ্রনাথের কোন আত্মীয় কিনা জানিনা, আখাউড়ার খড়মপুরের কেল্লার মাঝার থেকে তোলা ছবি।
(৬) আহসান মঞ্জিল যাদুঘর, ঢাকা।
(৭) এবার তিন মাইল হাটতে হবে।
(৮) সোনাদিয়া দ্বীপ সমুদ্র সৈকত।
(৯) পরিযায়ী পাখি, টাঙ্গুয়ার হাউড় থেকে তোলা ছবি।
(১০) জামরুল ফুলে মৌমাছি, আমার বাড়ি থেকে তোলা ছবি।
(১১) মাছ ধরা, রাজাবাড়ি, রায়পুরা, নরসিংদী থেকে তোলা ছবি।
(১২) কেওকারাডাং এর ওপারের গ্রাম সুংসাং পাড়া, বান্দরবান থেকে তোলা ছবি।
(১৩) শর্ষে ফুল, গোপালদী, নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি।
(১৪) মাছ ধরা, টেটিয়া নারায়ণ গঞ্জ থেকে তোলা ছবি।
(১৫) কৃষক, নরসিংদির চিনিশপুর থেকে তোলা ছবি।
(১৬) ফেরিওয়ালা, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া থেকে তোলা ছবি।
(১৭) পাখিটা কি বসন্ত বাউড়ি কিনা ঠিক বুঝতে পারছিনা, নরসিংদীর ভেলানগর থেকে তোলা ছবি।
(১৮) যমুনার চড়ের বাড়িঘর, বঙ্গবন্ধু যমুনা সেতুর উপড় দাড়িয়ে তোলা ছবি।
(১৯) মেটো পথ, নরসিংদীর পলাশ থানার পাড়াতলা গ্রাম থেকে তোলা ছবি।
(২০) কেউ বা কাউ ফল, লারমা স্কোয়ার, দীঘিনালা, খাগড়াছড়ি থেকে তোলা ছবি।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৫