ঢাকা টু সিলেট..(ইটাখোলা, স্টেশন নং-৩০)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঢাকা টু চিটাগাং রেল লাইন ধরে হাটা শেষ করেছি। পরবর্তি পরিকল্পনা ছিল ঢাকা টু সিলেট রেল লাইন ধরে হাটার । আখাউড়া স্টেশনের আগে তিতাস নদীর কড্ডা ব্রিজ পর্যন্ত ঢাকা টু চিটাগাং আর ঢাকা টু সিলেটের একই রুট হওয়ায় আমি সিলেটের পথে হাটা ধরেছি আসলে তিতাস নদীর কড্ডা ব্রিজ থেকে। আর কড্ডা ব্রিজের আগে যতগুলো স্টেশন আছে সেগুলোও আমি গননায় আনবো। সুতরাং আমার ঢাকা টু সিলেট প্রথম পোষ্টই হবে ঢাকা টু সিলেট ২৪তম স্টেশন। তারপর ২৫..২৬......এভাবেই ক্রমান্বয়ে সিলেট পর্যন্ত যতগুলো স্টেশন গনণা হয়ে যাবে।
আমার হাটার ধরণ তো আপনাদের জানাই আছে। আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি সিলেট এর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি সিলেট পৌছতে পারি। প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই সিলেট পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য
স্টেশনের অবস্থানঃ এটা হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অন্তর্গত একটা স্টেশন।
(২) মনতলা পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে চললাম।
(৩) বনত্তকরা বা বন ঘাঘরা, রাস্তার পাশে এমন সৌন্দর্য্যগুলো আমাদের পথ চলার ক্লান্তি দূর করে দেয় নিমেষেই।
(৪) সামনে দীর্ঘ পথ, আমাদের কাজ তো একটাই, শুধু এগিয়ে যাওয়া।
(৫) পাখির নাম কসাই।
(৬) ডেমো ট্রেন, আমাদের অতিক্রম দ্রুত গতিক্রম করে দ্রুত গতিতে ছুটে গেলো।
(৭) রেল লাইন থেকে গাঁয়ের পথে নেমে যাওয়া একটা মেটো পথ।
(৮) রেল লাইনের পাশে একটা সুন্দর বাড়ি।
(৯) একটা রেল ব্রীজ।
(১০) এমন সুন্দর পথে যতই হাটা যায় ক্লান্তি স্পর্শ করতে পারে না।
(১১) একজন কৃষক।
(১২) টমেটু ক্ষেতের পাহাড়াদার।
(১৩) কাঠ ঠোকরা পাখি, আপন ভুবনে ব্যস্ত।
(১৪) সেতু নাম্বার ৪৭ পার হচ্ছেন আমার সঙ্গী।
(১৫) ধুলো উড়িয়ে ছুটে আসছে আরো একটি ট্রেন।
(১৬) কৃষক তার গরুর পাল নিয়ে ছুটছে গন্তব্যে।
(১৭) তেলিয়াপাড়া বাজারে দুপুরের খানার মেনুতে যা ছিলো।
(১৮) রেল লাইনের পাশের এই চমৎকার বাড়িটি দেখে ইচ্ছে করছিলো এখানে থেকে যাই
(১৯) প্রচন্ড গরমে ক্লান্ত ছিলাম, আর তাই গোসল করার এমন সুযোগ আর হাত ছাড়া করলাম না।
(২০) মাদার ফুল।
(২১/২২) পথ তো এক সময় ফুরাবেই, আমরাও এক সময় চলে এলাম পরবর্তি স্টেশন ইটাখোলায়।
আগের পর্বঃ ঢাকা টু সিলেট..(মনতলা, স্টেশন নং-২৯ )
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু সিলেট..(নোয়াপাড়া, স্টেশন নং-৩১)
১২টি মন্তব্য ১২টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন