প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।
২ । সুন্দর এই ফুলের নামটা কি কেউ বলতে পারেন ? আমি পারি তবু ধাঁধাঁ দিয়ে রাখলাম
![:D](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_05.gif)
৩ । কর্মী, দৌলতপুর, ছাগল নাইয়া, ফেনী থেকে তোলা ছবি ।
৪ । অতিথী পাখি, বাইক্কা বিল, শ্রীমঙ্গল থেকে তোলা ছবি ।
৫ । মজলিশপুর জামে মসজিদ, হবিগঞ্জ, নবীগঞ্জ থেকে তোলা ছবি ।
৬ । বংশী নদী, ধামরাই থেকে তোলা ছবি ।
৭ । জাতীয় স্মৃতি সৌধ, সাভার থেকে তোলা ছবি ।
৮ । বানীশান্তা পল্লী, দাকোপ, খুলনা ।
৯ । কটকা, সুন্দর বন থেকে তোলা ছবি ।
১০ । সূর্যের এই ছবিটায় অন্য কোন বিশেষত না থাকলেও এটা ২০১২ সালের প্রথম সূর্যোদয় এটা নিশ্চিত ।
১১ । একদিন বারবিকিউ নাইটে তোলা ছবি ।
১২ । কমলা গাছ, জুড়ি, মৌলভী বাজার ।
১৩ । গোসল, শরিয়তপুরের জাজিরা থেকে তোলা ছবি ।
১৪ । পালের নাও, বিশনন্দী ফেরীঘাট থেকে আড়াইহাজার, নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি ।
১৫ । এটা একটা চন্দ্রগ্রহণের ছবি, আমার বাড়ির ছাদে দাড়িয়ে তোলা ।
১৬ । খেলারত শিশু, মাওয়া থেকে তোলা ছবি ।
১৭ । এটা ফুল না ফল জানি না, বান্দরবানের দূর্গম পাহাড় সিপ্পি থেকে তোলা ছবি ।
১৮ । মাছ ধরা, ফেনীর কোম্পানী বাজার এলাকা থেকে তোলা ছবি ।
১৯ । পাথরের ফেরিওয়ালা, এই পাথরে দুনিয়ার সবার ভাগ্য পরিবর্তন হয়, পরিবর্তন হয় না শুধু এই পাথর বিক্রেতার ভাগ্য
![;)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_09.gif)
![;)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_09.gif)
২০ । সবশেষে কলকাতার হাতে টানা রিক্সায় আমি ও আমার এক বন্ধু
![:D](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_05.gif)
[
বনে বাঁদাড়ে........১
বনে বাঁদাড়ে...... ২
বনে বাঁদাড়ে...... ৩
বনে বাঁদাড়ে......৪
বনে বাঁদাড়ে......৫
বনে বাঁদাড়ে......৬
বনে বাঁদাড়ে.....৭