প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।
২ । কাপ্তাই লেক......
৩ । নাম জানিনা, কোন একটা জংলী ফল ।
৪ । পাগলা বাবা আর তার ভক্তকুল, লাঙ্গলবন্দ, নারায়নগঞ্জ ।
৫ । গরু গোসল, নুরালাপুর, নরসিংদী ।
৬ । রান্না ঘরে মাটির চুলা, আড়াই হাজার, নারায়নগঞ্জ ।
৭ । মাকড়শা, বগালেক, বান্দরবান ।
৮ । কর্তিক ব্রতের ছবি, বারদী, নারায়নগঞ্জ ।
৯ । ছোট ফল, নাম জানিনা । থিম্পু, ভুটান ।
১০ । কুড়ে ঘরের জানালায় দাড়িয়ে আমার ভাত খাওয়ার ছবি । কমলগঞ্জ মৌলভীবাজার ।
১১ । মৌচাক, মৌমাছিরা মৌচাক বানিয়ে কোন এক অজানা কারণে তা ব্যবহার না করেই চলে গেছে । নরসিংদীর মাধবদী থেকে তোলা ছবি ।
১২ । লাল কাকড়া, সোনাদিয়া দ্বীপ থেকে তোলা ছবি ।
১৩ । জলকেলিরত শিশু, খাককান্দা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি ।
১৪ । অশথ্থ গাছের ফল, মদনগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি ।
১৫ । জেলে নৌকা, পদ্মার চর থেকে তোলা ছবি ।
১৬ । পাখি, শ্রীমঙ্গলের বাইক্কা বিল থেকে তোলা ছবি ।
১৭ । সারষ, এটা ও বাইক্কা বিলেরই ছবি ।
১৮ । বলেন তো দেখি এই ফলের নাম কি ?
১৯ । মেটো পথে গ্রাম বালকদের গাড়ি চালনা, নওপাড়া, নরসিংদী থেকে তোলা ছবি ।
২০ । গুটিয়া জামে মসজিদ, বরিশাল থেকে তোলা ছবি ।
২১ । নৌকার চাকা, টেকনাফের শীলখালী থেকে তোলা ছবি ।
২২ । পলোতে মাছ ধরা, কালীগঞ্জ, গাজীপুর থেকে তোলা ছবি ।
২৩ । বীচঃ কক্সবাজারের ইনানী আর টেকনাফের শীলখালীর মধ্যবর্তী কোন স্থান থেকে তোলা ছবি ।
২৪ । সব শেষে পিপড়েদের মিটিং এর একটা ছবি, এটা ওয়ারী বটেশ্বর থেকে তোলা ।
বনে বাঁদাড়ে........১
বনে বাঁদাড়ে...... ২
বনে বাঁদাড়ে...... ৩
বনে বাঁদাড়ে......৪
বনে বাঁদাড়ে......৫
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৪