প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম, নিজেকে আমি মনে করি প্রকৃতি প্রেমিক । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।
২ ।
বালাপুর জমিদার বাড়ি, মাধবদী, নরসিংদী ।
৩ ।
গায়ের বধু, পদ্মা নদী, মাওয়া ।
৪ ।
কোন একটা বুনো ফল, আমার নাম জানা নাই ।
৫ ।
ছোট সোনা মসজিদ । এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকন্ঠে ফিরোজপুর গ্রামে এ স্থাপনাটি নির্মিত হয়েছিলো, যা বর্তমান বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলা-উদ-দীন শাহ এর শাসনামলে (১৪৯৩-১৫১৯ খ্রিস্টাব্দ) ওয়ালী মোহাম্মদ নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন।
৬ ।
চড়ক পূজার প্রস্তুতি হিসাবে সন্ন্যাসীর পিঠে বড়শি ঢোকানো হচ্ছে ।
৭ ।
ক্ষুদে মাছ শিকারী........বানিয়াচং, হবিগঞ্জ ।
৮ ।
মেঠো পথ, কাপাশিয়া ।
৯ ।
রঙিন সূতা, গোপালদী, আড়াইহাজার ।
১০ ।
তাবু, টাঙ্গুয়ার হাওড় ।
১১ ।
কালিম পাখি, টাঙ্গুয়ার হাওড় ।
১২ ।
গোল পাতা, হাড়বাড়িয়া, সুন্দর বন ।
১৩ ।
জেলে নাও, শাহ্ পরীর দ্বীপ, টেকনাফ ।
১৪ ।
কমলা, জুড়ি, মৌলভীবাজার ।
১৫ ।
লাইট হাউজ, পদ্মা নদী ।
১৬ ।
বৌদ্ধ মন্দির, দার্জিলিং ।
১৭ ।
বাংলার তাজমহল, পেরাব, সোনারগাঁ ।
১৮ ।
এই ছবির কোন ক্যাপশন নেই ।
১৯ ।
দিগম্বর গোসল, আড়াইহাজার, নারায়নগঞ্জ ।
২০ ।
নির্মাণ, বরিশাল ।
২১ ।
এই ফুল আর ফলের নাম জানি না, ইনানী রিসোর্ট, কক্সবাজার ।
২২ ।
কক্সবাজার বীচ ।
২৩ ।
রাখালিনী, নিঝুম দ্বীপ ।
২৪ ।
পেয়াজ ক্ষেত । খাক্কান্দা, আড়াইহাজার, নারায়ন গঞ্জ ।
২৫ ।
কৃষক, কমলগঞ্জ, মৌলভী বাজার ।
২৬ ।
সব শেষে, পতেঙ্গা সমুদ্র সৈকতে আমি
বনে বাঁদাড়ে........১
বনে বাঁদাড়ে...... ২
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:০২