রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা হাটা শুরু করে দিয়েছি,,,,,,,,
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি প্রতি সপ্তাহে আমার হাটা চলতেই থাকবে । বিশেষ সমস্যা না হলে কোন শনিবারই আমি হাটা বন্ধ করবো না । এ বিষয়ে আমার আগের পোষ্ট Click This Link
জিনারদী ষ্টেশনে একটি পাঁচতারা হোটেলে বসে চা পান করে গলাটা ভেজালাম ।
শীতের সকালে একটু খানি রোদের আশায় ওরা রেল লাইনে.......
রেল লাইনের নীচে গরু
সর্ষে ক্ষেতের উপর দিয়া চলছে মালগাড়ি
রাস্তায় এমন গাছ দেখে খেয়ে নিলাম খেজুরের রস, এ বিষয়ে আগের পোষ্ট Click This Link
ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর এলাকায় রেল লাইনের উপর দিয়া ফ্লাইওভার ।
অদূরে দেখা যাচ্ছে নরসিংদী রেল ষ্টেশন
এক সময় পৌছে গেলাম নরসিংদী ষ্টেশনে ।
পরবর্তী পর্ব হবে নরসিংদী হইতে আমীরগঞ্জ
[img|]
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩২