পেজা পেজা তুলোর মত তুষার ঝরছে অবিরত । ছোট ছোট বাচ্চারা স্কুলের অবসরে তুষার গোলা বানিয়ে পরস্পরের দিকে ছুড়ে মারছে ! সাদা পাউডারের মত ঝরা তুষার মানে ওদের কাছে আনন্দের উৎসগিরি ! তুষারপাত পুরো পার্কের দৃশ্যপট পালটে দিয়েছে ! ভিল দ্যা মরিয়েলের স্নো ক্লিনিং গাড়িগুলো সরবে সক্রিয় । মৃদু শব্দে জানান দিচ্ছে রাস্তা ও পথিকের পথ অবরোধ করা তুষার পরিষ্কারের তৎপরতা । এবার শীত মৌসুমে একটু দেরিতেই তুষার কন্যার দেখা মিলেছে, ২০১৫ ২৫ শে ডিসেম্বর ক্রিসমাস তুষার বিহীন যা নজিরবিহীন !
আসলে সব দেশের সব ঋতুরই অনুপম সৌন্দর্যের এক অসাধারন রূপ আছে ! এবং তার ভিত্তিতেই ঋতু সংস্কৃতির উদ্ভব ! তুষারপাত এখানকার খেলাধূলা আনন্দ সংস্কৃতির এক বিশাল অংশ জুড়ে আছে ।এখানে উল্লেখ্য কানাডার জাতীয় খেলা আইস হকি । এটি বাংলাদের ক্রিকেটের মতই তুমুল জনপ্রিয় খেলা । মন্ট্রিয়ল সহরের জ্যাঁ দ্রাপো পার্কে প্রতি বছর জানুয়ারি মাসে ফেইত দা নেইশ বা তুষার উৎসবে বরফের তৈরি নানা অপরূপ ভাস্কর্য নির্মিত হয় । এ আয়োজনে তুষার কেন্দ্রিক মজাদার বরফ স্লাইড খেলাধুলা শিশুদের আনন্দ দিয়ে থাকে । থাকে মিকি মাউজ ও তুষার কন্যাদের সাজসজ্জায় কনসার্টে আনন্দমুখর সমাবেশ । কুইবেক সিটিতে হয় আন্তর্জাতিক উইন্টার কার্নিভ্যাল । বিভিন্ন দেশের উপস্থিতিতে ওটা আরও বিশাল আয়োজন ।
জানলার পর্দা সরিয়ে দিলাম । পুরা তুষার ধবল ছবি আমার রেটিনাতে প্রতিবিম্বিত হচ্ছে । পাতাবিহিন নগ্ন শাখা প্রশাখাগুলি তুষারের পোষাকে লজ্জা ঢেকেছে । সবুজ ক্রিসমাস ট্রি সারা গায়ে তুষার মেখে শ্বেত শুভ্র তুষার বালিকা , গায়ে ভোরের আলতো সূর্যের আভা মেখে তুষার বালিকা অপরূপা হয়েছে । মনে হচ্ছে বালিকা তার দু গালে আলতো ব্লাশ পাফ বুলিয়েছে এমন লাজুক আলো ঠিকরে পড়ছে । হে তুষার বালিকা অভিনন্দন তোমায় ।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫