বাংলা উইকিপিডিয়ায় কাজ করার জন্য কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে খুব বেশি অভিজ্ঞ হবার প্রয়োজন নেই। ওয়েব ব্রাউজিং আর ইমেইল চেকিংয়ের মত সাধারন বিষয়ে জ্ঞান থাকলেই চলবে। আপনার মাঝে ভাল কিছু করার আগ্রহ এবং কর্মদ্দীপনা থাকলেই আপনি এর সাথে যুক্ত হতে পারবেন। আপনার ছোট ছোট কাজগুলোই গড়ে তুলবে ভবিষ্যৎ বাঙালী প্রজন্মের জন্য একটি উন্মুক্ত জ্ঞান ভান্ডার।
উইকির নিয়ম হল এতে যারা কাজ করবেন, সকলে একে অপরকে সাহায্য করবেন। শুরুতে নতুন কেউ অভিজ্ঞদের সাহায্য নেবে আবার নিজে শিখে নেবার পর অনভিজ্ঞদের সাহায্য করতে হবে। অনেকটা বিশ্ববিদ্যালয়ের বড়ভাই-ছোটভাই সম্পর্কের মত। যাই হোক, উইকিতে কাজের সময় কিভাবে অন্য ব্যবহারকারী বা উইকিপিডিয়ানদের কাছে থেকে সাহায্য নেবেন, তা বর্ননার চেষ্টা করছি।
১. আলাপ পাতায় বার্তা প্রদান।
উইকিপিডিয়ায় একাউন্ট খুললে ব্যবহারকারীর জন্য তিনটি পাতা দেওয়া হয়। সেগুলো হল-
ক) ব্যবহারকারী পাতা: এখানে ব্যবহারকারী নিজের পরিচিতি লিখেন। এছাড়া তার প্রয়োজনীয় বিভিন্ন লিংক রাখেন, অনেক সময় তিনি উইকিতে ভবিষ্যতে কি করতে চান, তা লিখেন।যেমন:তানভীর ভাইয়ের ব্যবহারকারী পাতা।এই পাতাকে নিজেই সাজাতে হয়। যাই হোক, এটা আজকের আলোচ্য বিষয় নয়।
খ) ব্যবহারকারী আলাপ পাতা: এই পাতার মাধ্যমে উইকিপিডিয়ার ব্যবহারকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখেন। ব্যবহারকারী কোন সমস্যায় পড়লে তারা সেসম্পর্কে বিস্তারিত অভিজ্ঞ উইকিপিডিয়ানের আলাপ পাতায় লিখে আসেন। পরবর্তিতে সেই উইকিপিডিয়ান সমস্যায় পড়া ব্যবহারকারীর পাতায় গিয়ে পরামর্শ দিয়ে আসেন।আবার ব্যবহারকারী কোন ভুল করলে প্রশাসকরা এখানে লিখে জানান।
কয়েক জন সক্রিয় উইকিপিডিয়ানদের আলাপ পাতার লিংক নিচে দিয়ে দিলাম-
রাগিব হাসান (বাংলা এবং ইংরেজি উইকিপ্রশাসক)
বেলায়েত(বাংলা উইকিপ্রশাসক)
জয়ন্ত নাথ (বাংলা উইকিপ্রশাসক)
তানভির
গ)খেলাঘর পাতা: এখানে ব্যবহারকারী উইকি মার্কআপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন।এটাও আজকের আলোচ্য বিষয় নয়।
২. উইকিপিডিয়ার মেইলিং লিস্টে যুক্ত হওয়া।
উইকিপিডিয়ার একটি মেইলিং লিস্ট রয়েছে। এতে যুক্ত আছেন সব উইকিপিডিয়ানরা। আপনি আপনার নাম এই লিস্টে যোগ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এজন্য আপনাকে যা করতে হবে, তা হল নিজের একটি ইমেইল ঠিকানা এই লিংকে গিয়ে নিবন্ধিত করে আসতে হবে। এরপর কোন সমস্যা হলেই আপনি wikimedia-bdএটlists.wikimediaডটorg ঠিকানায় ইমেইল করলে সবাই আপনার সমস্যার কথা জানতে পারবে এবং সমাধান দেবার চেষ্টা করবে।
৩. IRC-তে চ্যাট করা:
IRC হল ‘’ইন্টারনেট রিলে চ্যাটে’’ এর সংক্ষিপ্ত রূপ। আপনি এই ঠিকানায় গিয়ে কোন উইকিপিডিয়ান সেসময় IRC তে থাকলে তার সাথে চ্যাট করতে পারেন। উইকিপিডিয়ানদের সভাও এখানেই হয়।
এছাড়া ব্যবহারকারীদের আলাপ পাতা থেকে তাদের ইমেইল ঠিকানা যোগাড় করে, তাদের সাথে যোগাযোগ করা যেতে পারেন।
নিজের সমস্যা নিজেই সমাধানের চেষ্টা করুন:
উইকিপিডিয়ায় একজন ব্যবহারকারীর সবচেয়ে বড় শিক্ষক হল সে নিজেই। উইকির বিভিন্ন নিবন্ধের তৈরি পাতাগুলোতে গিয়ে “সম্পদনা করুন” ট্যাব চেপে আপনি সেই নিবন্ধে ব্যবহৃত কোডগুলো (উইকি মার্কআপ) দেখুন এবং নিজের খেলাঘর পাতায় সেগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করুন। এছাড়া উইকিপিডিয়ানদের আলাপ পাতা পড়ুন। হয়তো দেখবেন আপনার সমস্যায় আগেও অন্য কেউ পড়েছিল এবং তার সমাধান ও সেখানে দেওয়া আছে।
আরও প্রয়োজনে নিচের লিংকগুলো দেখতে পারেন-
*পূর্ণাঙ্গ সহায়িকা
*উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়- (পর্ব-১) (পর্ব-২) (পর্ব-৩) (পর্ব-৪)
*বাংলা উইকিপিডিয়া-তে কাজ করার জন্য প্রয়োজনীয় সব সফটঅয়্যার এক পাতায়। তবুও দয়া করে বাংলা উইকি তে কাজ করুন।
*”উইকিপিডিয়া ত্বরিত সহায়িকা” নামিয়ে নিন।
আশাকরি উইকিপিডিয়ায় যুক্ত হলে আপনাদের সময় ভালই কাটবে। আর আমরা একটি সমৃদ্ধ জ্ঞানকোষ তৈরির পথে এগিয়ে যাব।
সকলকে ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা। ভাল থাকবেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৪