আমরা সবাই মোটামুটি ইউটিউব বা এরকম ফ্ল্যাশ ভিডিও সাইট এর সাথে পরিচিত (মেটাক্যাফে, এমনকি ফেসবুক ভিডিও)। ভিডিও গুলো আমরা অনলাইনে দেখি, কিন্তু জানেন কি? কোনো সফটওয়্যার ছাড়াই ভিডিওগুলো আমরা সেভ করে রাখতে পারি?
কোনো ভিডিও স্ট্রিমিং করা হয়ে গেলে, আপনি তা পিসিতে সেভ করতে পারেন এভাবে:
মজিলা ফায়ারফক্স
Go to C drive>Enter into Documents and settings>Local Settings>Application Data>Mozilla>Profile>Cache
ইন্টারনেট এক্সপ্লোরার
internet explorer এ tools> internet option> settings>view files
গুগলক্রোম
C:Documents and SettingsইউজারনেমLocal SettingsApplication DataGoogleChromeUser DataDefaultCache
অপেরা
C:Documents and SettingsইউজারনেমLocal SettingsApplication DataওপেরাCache
ফোল্ডারটি খুঁজে বের করুন।
এখানে পৌঁছানোর পরে, ফাইল গুলো সাজিয়ে নিন সাইজ অনুসারে, দেখবেন, শেষের দিকে অনেক বড় আকারের একটি ফাইল, কোনো এক্সটেনশন ছাড়াই। সেটি কপি করে সুবিধামত পেস্ট করুন। এবার রিনেম করে, শেষে .flv যোগ করে নিন। এবার ফাইলটি যেকোনো ফ্ল্যাশ প্লেয়ার দিয়ে চালান, দেখুন আপনার পছন্দের ইউটিউব বা অন্য যেকোনো ফ্ল্যাশ ভিডিও।
আরেকটা কথা, খুব ভালো হ্য় যদি ভিডিও টি দেখার আগের ওয়েব হিস্ট্রি ক্লিয়ার করে নেন। এতে ভিডিও ফাইল সনাক্ত করতে সুবিধা হবে।
কারো কোনো সমস্যা হলে জানাতে পারেন। কমেন্ট এ সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করব।
অন্য ব্রাউজারগুলোর জন্য আমি আপডেট করে দিলাম।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪০