জীবিকার সংকটে বিকল্প প্রয়াসঃ গ্রামীণ সম্পদের ব্যবহার ও পরিবেশ – বান্ধব ভাবনা।
প্রতিমা মণ্ডলের বাড়ি বাঁকুড়া জেলা সহর থেকে ৩০ কিমি দূরের একটা প্রত্যন্ত গ্রামে। ছোট টিলা আর শাল বন ঘেরা গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে বছর ঘোরেনি। পাকা রাস্তা থেকে ১২ কিমি কাচা রাস্তা দিয়ে আসতে হয় তাদের গ্রামে। কখনও শাল বন কখনও টিলা আর রুক্ষ শুষ্ক মাঠের মধ্যে দিয়ে ধুলো ওড়া কাচা... বাকিটুকু পড়ুন