স্বপ্ন কী? এর প্রকৃত উত্তর মানুষের আজও জানা নেই।তবে সবচেয়ে প্রচলিত উত্তর হলো,"স্বপ্ন হলো মানুষের সাব কনসাচ মাইন্ড বা অবচেতন মনের কল্পনা।" চেতন মন আর অবচেতন মনের মধ্যে একটা বিষয় লক্ষ্যণীয়,অবচেতন মন জাগ্রত অবস্থায় ইন্যাকটিভ থাকলেও,তার কাজ বন্ধ থাকে না।বলতে গেলে, মানুষ জেগে থাকা অবস্থায়ও স্বপ্ন দেখে!কিন্তু চেতন মন তা নয়।ঘুমিয়ে থাকার সময় কিন্তু চেতন মনের কোন কাজ নাই।সে তখন প্রায় ইন্যাকটিভ।স্বপ্ন নিয়ে কিছু কিছু মানুষ অবিরাম গবেষণা করে চলেছেন।তাদের অনেকের মতে, স্বপ্ন মানুষকে তার নিজের সম্পর্কে অনেক ধারণা দিতে পারে।এমন কি তা ধারণা দিতে পারে তার ভবিষ্যত সম্পর্কেও।কারণ, মানুষের অবচেতন মন অনেক কিছুই বুঝতে পারে যা, তার চেতন মন পারে না।
আমরা সবাই স্বপ্ন দেখার কারীগর। আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখি থাকি।স্বপ্ন অনেক সময় বর্ণময়।স্বপ্ন অনেক অবস্থায় বর্ণহীন
স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা, যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে। ঘটনাগুলি কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় আসল বলে মনে হয়। অধিকাংশ সময়ই দ্রষ্টা নিজে সেই ঘটনায় অংশগ্রহণ করছে বলে মনে করতে থাকে। অনেক সময়ই পুরনো অভিজ্ঞতার টুকরো টুকরো স্মৃতি কল্পনায় বিভিন্ন ভাবে জুড়ে ও পরিবর্তিত হয়ে সম্ভব অসম্ভব সব ঘটনার রূপ নেয়। স্বপ্ন সম্বন্ধে অনেক দর্শন, বিজ্ঞান, কাহিনী ইত্যাদি আছে। স্বপ্নবিজ্ঞানের ইংরেজি নাম Oneirology । কিছু স্বপ্নবিজ্ঞানীর মতে নিদ্রার যে পর্যায়ে কেবল আক্ষিগোলক দ্রুত নড়াচড়া করে কিন্তু বাকি শরীর শিথিল (সাময়িকভাবে প্রায় পক্ষাঘাতগ্রস্ত) হয়ে যায় সেই আরইএম (র্যা পিড আই মুভমেন্ট স্লীপ) দশায় স্বপ্ন হয়। কিন্তু এই বিষয়ে বিতর্ক রয়েছে।
স্বপ্ন হল ধারাবাহিক কতগুলো ছবি ও আবেগের সমষ্টি যা ঘুমের সময় আমাদের মনের মধ্যে আসে। এগুলো আমাদের কল্পনা হতে পারে, অথবা আমাদের অবচেতন মনের কথাও হতে পারে। সাধারনতঃ আমরা অনেক স্বপ্ন দেখি। তবে সবগুলো মনে থাকে না।
যদি রঙ্গিন স্বপ্ন দেখি তাহলে বলতে থাকি- স্বপ্নের রঙ বদলে গেছে, এখন রঙ্গিন স্বপ্ন দেখি
যদি ধূসর স্বপ্ন দেখি তাহলে বলি অকল্পনীয় অবাস্তব এবং দৃশ্যমান নয়।আকাশ কুসুম স্বপ্ন বাস্তব কিংবা অবাস্তব
সাদা-কালো স্বপ্নে ভরে যায় মানুষের জীবন।শৈশবের স্বপ্ন,কৈশরের স্বপ্ন।
স্বপ্ন দেখেনা এমন মানুষ এই দুনিয়ায় নেই, অন্তত আমার চোখে এমন কেউ পড়েনি এখনও ।আমাদের চারপাশের বেশীরভাগ মানুষই আসলে স্বপ্নবিলাশী। আর যারা স্বপ্ন দেখতে পারে না, তারাই শেষে হতাশাবাদীদের দলে নিজেদের নাম লেখায়। আপনি যদি একদল অবসাদ্গ্রস্থ মানুষের সাথে কথা বলেন, তাহলে দেখবেন তাদের কোনও স্বপ্ন বা আশা নেই। মনে হয়, স্বপ্ন দেখার অপারগতাই আমাদের মনে অবসাদের অনুভুতির জন্ম দেয়। স্বপ্নই সুখ আর সমৃদ্ধির পথে আমাদের এগিয়ে নিয়ে চলে, আমাদের প্রেরনা যোগায়।স্বপ্ন নিয়ে
রবীন্দ্রনাথের কবিতা -
সবশেষে,
“শব্দে বাধি ঘর -
আমি দুঃস্বপ্নের ভেতর,
যা শুনি সবই পরিহাস,
তবু স্বপ্নে করি বাস;”
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১৪