জীবন
জীবনটা যেন এক ভাঙ্গা গাড়ী !
নাই যেন সময়রে সাথে বাড়াবাড়ী ।
জীবনটা নয় সে তো কবিতার ছন্দ!
আছে ঝড়-ঝঞ্ঝা, আছে সেথা দন্দ।
সেখানেতে হাঁসি আছে, আরও আছে কান্না।
আছে সেথা ইট-কাঠ, আছে হীরা-পান্না।
পারবে কি সাথী হতে, জীবনে ও মরনে?
খুব করে ভেবে দেখ, সব নিয়ে স্বরনে।
সব কিছু মেনে নিতে, যদি পার ভুবনে।
তবে হবে চির সুখি, তুমি নিজ জীবনে।