
তোমার বাড়ির রাস্তায় সেদিন ধূলো ছিলনা তাই
সমুদ্দুরের পাড় থেকে মুঠি ভরে ধূলো এনে বিছিয়ে দিলাম
শুধু
পথ হেটেঁ যাবার বৈশাখের দুপুরে
মাটিতে তোমার এলোমেলো পায়ের ছাপ দেখব বলে।
তোমার জানালায় আকাশ ছিলনা বলে
মেঘ চিরে এক টুকরো নীল আকাশ কেটে তোমার জানালায় বসিয়ে দিলাম
জানি তোমার ঘুমে আজকাল স্বপ্ন দ্যাখনা তাই
মধ্যবিত্তের শেষ সম্বল শেষ স্বপ্নটুকুও ধার দিলাম
ইচ্ছে হলে ফেরত দিওনা , ক্ষতি নেই......
তবু আজ এই বৈশাখের আগমনে
তোমায় দিলাম ধূলোমাখা রাস্তা......
একটুকরো আকাশ........... শেষ স্বপ্নের রং......
বিনিময়ে ভালোবাসা চাওয়ার স্পর্ধা দেখাব না
শুধু একবার তুমি
পথ হাটতেঁ হাটতে আনমনে এলোমেলো আকাশ পানে তাকিও।