চোখ বন্ধ করার সাথে-সাথেই মৃত্যু হয় সকল সত্ত্বার;
চোখ খুললেই আবার নতুন করে জন্ম নেয় বীতশোক স্মৃতি।
(কেননা, আমার ধ্যানেই তুমি জন্মেছো এই স্বপ্ন-ব্যাধিঘোরে।)
তারারা সব গোল হয়ে নৃত্য করে নীল আর লাল আলো নিয়ে,
এবং খামখেয়ালি আঁধার চলে যায় অশ্বের গতিতে:
অবশ্য, চোখ বন্ধ করার সাথে-সাথেই মৃত্যু হয় সকল সত্ত্বার।
স্বপ্নে দেখেছিলাম তুমি মুগ্ধতা ছড়িয়েছিলে শয়নে-স্বপনে
চন্দ্রাহত গান শুনিয়েছিলে সেদিন, আর দিয়েছিলে অনিঃশেষ চুম্বন।
(কেননা, আমার ধ্যানেই তুমি জন্মেছো এই স্বপ্ন-ব্যাধিঘোরে।)
ঈশ্বর আকাশ থেকে হামাগুড়ি দিলো, আর নরকের আগুনটাকে ধূসর মনে হলো:
সত্যাশ্রিত দেবদূত প্রকাশ্যে এলো, আর এলো শয়তান ও তার মনুষ্য সঙ্গী-সাথীরা:
আর, চোখ বন্ধ করার সাথে-সাথেই মৃত্যু হয় সকল সত্ত্বার।
আমি ভেবেছিলাম তুমি ফিরে আসবে তোমার প্রতিশ্রুত পথে,
হায়! আমার সময় চলে যায় আর আমি ভুলে যাই তোমার নাম।
(কেননা, আমার ধ্যানেই তুমি জন্মেছো এই স্বপ্ন-ব্যাধিঘোরে।)
এর থেকে বরং ভালোবাসতাম সেই বিস্মৃত আত্মাকে;
এরা অন্তত জাগিয়ে দিতো উদভ্রান্ত বসন্তকালে।
এখনো, চোখ বন্ধ করার সাথে-সাথেই মৃত্যু হয় সকল সত্ত্বার।
(কেননা, আমার ধ্যানেই তুমি জন্মেছো এই স্বপ্ন-ব্যাধিঘোরে।)