এগিয়ে যাওয়া নেই কোনো।
আমি ফিরে ফিরে,
ফিরে যেতে থাকি কেবল।
তেঁতুলের চিড়ল পাতার দেশে।
যেখানে টক টক রোদের আলো
আলগোছে খেলা করে হেসে।
সারবেঁধে নৌকোরা জিরায়,
শ্বেতমেয়ে চুপে স্নান সেরে
আঁচলেতে জটা চুল নিংড়ায়।
আমি কেবল ফিরে ফিরে,
ফিরে যেতে থাকি সেখানে।
হারান মাঝি কুচ কালো গায়,
গুনগুন স্বরচিত গান গেয়ে
বুনো ফুলের তেল মাখায়।
উনানের ধারে ছোট্ট বীরু
একমুঠ্ ধুলো মুখে পুরে
গৃহিণীর দিকে ডরে-ভয়ে চায়।
শান্ত পালংপাতার সেই দেশে,
নদী-নারী-জালের নির্মোহ আড়ে,
নিশাচর পাখির নির্ঘুম শঙ্কায়,
আমি ফিরে ফিরে যাই।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৩