চিত্রা:
"আকাশ দেখতে দেখতে
ভুলে গেছো রঙ খেলতে।
বিড়ি হাতে ঠিকই পেরোও
রাতের রাস্তা চষে বেড়াও।
সেই চৌরাস্তার চুম্বনে কিংবা
চোরাগলিতে ফের এঁকে দাও।"
....
সে:
"ইট পুড়ে ঝামা হতে শেখো;
ইট রঙা শাড়ী নয়,
শালুকে ঝিনুক মুক্তো নয়।
আমার সমস্ত কলিজায় নিকোটিন,
কাল বৈশাখির শব্দ শুনতে পাই।
কত মাতম সেখানে, চিত্রা!"
....
চিত্রা:
"আজ যেখানে নিকোটিন
হয়তো আমি ছিলেম একদিন।
বক শাদা শাড়িতে পোড়া দাগ,
পুড়ছি নয়তো কি?
পোড়ায় চৈত্র, পোড়াও তুমি।
আর কত পুড়লে বলো
স্নান-শুদ্ধ হওয়া যায়?"
....
সে:
"পোড়াবো নয়,
রক্তে রাঙাবো শুধু।
স্নানে নয়, আমাতে
অম্লান করবো হে।
হে আমার,
আমি নদী হবো,
যেন তুমি দাগ কাটা কচুরিপানা
বুক কেটে চলবে।
তাতেই তোমার সমুদ্র স্নান,
তুমি আগুন জলে রাঙবে।
হে, হে আমার।"
....
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৯