অপরাজিতা/Clitoria ternatea
ছোট্ট উদ্ভিদটার লতা এখন পুরো জানালা ছেয়ে যাচ্ছে। বাতাস এলে পাতাগুলো ঝিরঝির করে নড়তে থাকে। ছোট ছোট সবুজ পাতার মধ্যে ফিমেল জেনিটালের উপরের অংশের মত দেখতে সাদা ফুলগুলো লাজুক ভঙ্গিতে কেঁপে ওঠে যেন পাতার মধ্যে লুকিয়ে যেতে চায়। বড় ভালো লাগে।
'ক্লিটোরিয়া' জেনেরাটি নারী অঙ্গ 'ক্লিটোরিস' থেকে নেওয়া হয়েছে। নারী ও প্রকৃতির এক অদ্ভুত সুন্দর মেল রচনা করেছেন স্রষ্টা। সাধারণত ফুলের নামে মানুষের নামকরণ করে অনেকে। এই যেমন- চাঁপা, দোলন, ডালিয়া। কিন্তু এই ফুলটির বৈজ্ঞানিক নামের মতই নারী অভিব্যক্তির সাথে সাদৃশ্য রেখে ফুলটির যে প্রচলিত বাংলা নামকরণ রয়েছে, সেটিও অত্যন্ত বলিষ্ঠ এবং চমৎকার অর্থবহ। "অপরাজিতা" (unbeaten), পরাজিত হয় নি যে মানবী; সংগ্রামী, বিজয়া নারী।।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪০