কিন্তু কিছু কিছু দল আছে যারা খেলাটাকে ধ্বংস করার জন্য পাতানো ম্যাচ খেলে থাকে।এরা একে তো এই খেলাটাকে ভালোবাসে না,অপর কে খেলতে দিতে চাই না বরং মাঠ টাকে ধ্বংস করতে চাই।
যারা এই খেলাটাকে ভালোবাসে মানে এই দেশ টাকে ভালোবাসে তখন তারা কিন্তু কে কোন দলের হয়ে খেলে বা কে কোন দলের সাপোর্টার তা চিন্তা করে না তার এই খেলার মাঠ টাকে রক্ষা করার জন্য এক সাথে ঝাপিয়ে পরেছিল ,পরছে এবং পরবে।
আমি যত ভালো খেলোয়ার হই না কেন,কিন্তু আমি যদি পাতানো ম্যাচ খেলে এমন দলের পক্ষ হয়ে খেলে থাকি তাহলে কিন্তু আমার যোগ্যতা এই খেলার মাঠ টাকে ধ্বংস করার কাজেই ব্যবহৃত হবে আর মানুষ আমাকে দিবে দুয়ো ধ্বনি।
এই পুরা পৃথিবীটাকেই কিন্তু খেলার মাঠ হিসেবে দেয়া হয়েছে।কেন শুধু শুধু একটা পাতানো ম্যাচ খেলে এমন দলের জন্য আমার যোগ্যতাকে ব্যবহার করব।কোন দলের ব্যাচ যদি গলায় ঝুলায় তাহলে কিন্তু আমার খেলার মাঠ টা অনেক ছোট হয়ে যাবে।আর পাতানো ম্যাচ খেলে এমন দলের হয়ে খেলল তো কথায় নাই..
২.তবে এই পাতানো ম্যাচ খেলা বন্ধ করার জন্য ফাউল করে খেলাটাকে কখনই পছন্দ করি নি।আমার মনে হয় না ফাউল করে খেললে কোন ভালো ফলাফল পাওয়া যাবে।এবং যাচ্ছে ও না।যারা পাতানো ম্যাচ খেলতে চাই তাদের কে খেলতেই দেয়া উচিত না।
৩.তবে যারা এই পাতানো ম্যাচ খেলা বন্ধ করতে পারে তারা কিন্তু বাংলাদেশ ফুটবল কমিটির মত এই করছি সেই করছি বলেই দিন কাটাচ্ছিল এবং সুযোগ করে দিচ্ছে এই খেলা টাকে নষ্ট করে দেওয়ার।আর যারা এই পাতানো ম্যাচ খেলার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করেছে তাদের কে দেখতে হলে রেড কার্ড।
যারা এই খেলার মাঠ টাকে নষ্ট করার সুযোগ দিচ্ছে,যারা পাতানো ম্যাচ এবং ফাউল করার সুযোগ দিয়েছে তাদের কার্যকলাপে বিরক্ত হয়ে আগের পোস্ট টা দিয়েছিলাম(তবে পোস্ট টা কে রেড কার্ড দেখতে হয়েছে সামনের পৃষ্ঠা থেকে।)
আমি কোথায় খেলব কার পক্ষে খেলব তা কিন্তু আমাকেই ঠিক করতে হবে।এই ছোট মাঠে না কি সামনে যে বড় মাঠ দেখা যাচ্ছে তাতে।কিন্তু চোখ থাকতে অন্ধ হয়ে গেলে কোন লাভ হবে না।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪০